• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনস্ক্রিনে সম্পর্ক গড়িয়েছে বাস্তবেও, প্রেম করছেন ‘অনুরাগের ছোঁয়া’র দিব্যজ্যোতি-স্বস্তিকা!

Published on:

Anurager Chhowa Surjo Deepa Dibyojyoti Swastika Relationship

বর্তমানে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serail) দর্শকদের কাছে হার্টথ্রব হিরো হলেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। অর্থাৎ স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) সূর্য (Surjo)। বাংলা জুড়ে অগণিত মহিলা অনুরাগী তাঁর। সূর্য বলতে এককথায় অজ্ঞান সকলেই। তাই এখনকার নতুন বং ক্রাশ দীপার (Deepa) ডাক্তারবাবু।

তাই অভিনেতার মহিলা অনুরাগীদের মনে এখন একটাও প্রশ্ন। তা হল দিব্যজ্যোতির রিলেশনশিপ স্ট্যাটাস। তিনি কি সিঙ্গেল নাকি চুপি চুপি মন দিয়ে ফেলেছেন কাওকে। তাছাড়া কিছুদিন ধরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন পর্দার সূর্য দীপার প্রেমের সম্পর্ক নাকি গড়িয়েছে বাস্তবে। বাস্তব জীবনেও চুটিয়ে প্রেম (Relationship) করছেন পর্দার দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

Dibyojyoti Dutta

যদিও রীল লাইফের নায়ক নায়িকাদের রিয়েল লাইফে প্রেম কিংবা বিয়ের মতো বিষয়টি নতুন নয় একেবারেই।বিনোদন জগতে এমন উদাহরণ আছে ভুরি ভুরি। সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে। তার আগেই স্টুডিওপাড়ায় কান পাতলেই ফিসফাস শোনা যাচ্ছে সিরিয়ালের শুটিংয়ের ফাঁকে সময় পেলেই নাকি একান্তে সময় কাটাতে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন পর্দার ‘সুদীপা’ জুটি।

বাংলা সিরিয়াল,Bengali Serail,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,সূর্য,Surjo,দীপা,Deepa,প্রেমের সম্পর্ক,Love Relationship,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,প্রতিক্রিয়া,Reaction

কিন্তু বাস্তব জীবনে দিব্যজ্যোতি কি সত্যিই প্রেম করছেন সোনার ফুল মা অর্থাৎ স্বস্তিকার সাথে? সম্প্রতি এপ্রসঙ্গে নিউজ ১৮ বাংলায় দেওয়া একটি সাক্ষাৎকারে প্রতিক্রিয়া (Reaction ) দিতে গিয়ে দিব্যজ্যোতি জানিয়েছেন , ‘এটা পুরোটাই গুজব, আমি আর স্বস্তিকা কোনও সম্পর্কে নেই। তবে কেউ যদি আমাদের নিয়ে এমন ভাবেন তাহলে আমার কিছু বলা নেই। আমার কাছে সত্যিটা পরিষ্কার। আমি যদি কখনও কোনও সম্পর্কে জড়াই সেটা লুকাবো না।’

Surjo Dipa will together soon swastika's post goes viral

 

কারণ বিশ্লেষণ করে অভিনেতার আরও সংযোজন, ‘সম্পর্কে গিয়ে যদি লুকিয়ে যাই, আড়াল করি এটার অর্থ হল সেই মানুষটাকে অপমান করা। ভালোবাসার মানুষটাকে অসম্মান করা।’ তাই টেলিভিশনের প্রিয় জুটি সূর্য দীপার সত্যিকারের প্রেমের খবর পেয়ে যারা খুশি হয়েছিলেন তাদের এবার হতাশ হতে হচ্ছে। তাই আপাতত টিভির পর্দাতেই সূর্য দীপার রোম্যান্স দেখার অপেক্ষা করা ছাড়া উপায় নেই অনুরাগীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥