• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার ভুল বোঝাবুঝি ছাপিয়ে সোনা-রুপার অভিনয়ে মুগ্ধ, খুদে শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Published on:

Anurager Chhowa Surja takes rupa away from Deepa Viewers praise everyone's acting specially sona rupa

বর্তমানে বাঙালি দর্শকদের সন্ধ্যের মাস্ট ওয়াচ সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ঠিক সময়ে টিভির রিমোট হাতে ষ্টার জলসা (Star Jalsha) খুলে বসে পড়েন সকলে। সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকাও জানান দিচ্ছে বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়াই। কারণ সূর্য-দীপা থেকে সোনা-রুপাদের মন কাড়া অভিনয় আর দুর্দান্ত ট্র্যাক যে মিস করা যাবে না কিছুতেই। চাতকের মত গোটা পরিবারের মিলনের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

বিগত কয়েক মাস বাকি সমস্ত ধারাবাহিককে টেক্কা দিয়েছে অনুরাগের ছোঁয়া। কিন্তু এরপরেও দর্শকদের একাংশের ক্ষোভ একঘেয়ে ট্র্যাক চলেই যাচ্ছে। কিছুতেই মিল হচ্ছে না সূর্য-দীপার। কেউ বিরক্তি প্রকাশ করছেন সূর্যও ওপর তো কেউ আবার গল্পের লেখিকাকে নিয়ে সমালোচনায় ব্যস্ত। তবে এসবই ফিকে হয়ে যায় যখন পর্দায় সকলের অভিনয় চাক্ষুষ করেন দর্শকেরা।

Anurager Chhowa Surja doesnot allow rupa to go with Deepa leaving deepa crying

যারা সিরিয়ালের নিয়মিত দর্শক তাঁরা জানান, সূর্য-দীপার মিল এখনও অধরাই রয়ে গিয়েছে। কিন্তু প্রতিমুহূর্তে যে ভাবে পরিস্থিতি বদলাচ্ছে আর নায়ক নায়িকা ছাড়াও দুই খুদে শিল্পী যে দুর্দান্ত অভিনয় করছেন তা সত্যিই প্রশংসনীয়। নেটিজেনদের অনেকেরই দাবি একঘেয়ে ট্র্যাক বা সূর্য-দীপার এক না হওয়া এই সমস্তটা ঢেকে যায় বাকিদের সুন্দর অভিনয় দিয়ে।

সম্প্রতি একটি ফেসবুক গ্রূপে এই নিয়েই একটি পোস্ট করেছেন এক নেটিজেন। তিন লিখেছেন, ‘অনুরাগের ছোঁয়া তে শুধু স্বামী-স্ত্রীর মধ্যেই ভুল বুঝাবুঝি, কিন্তু বাকি সম্পর্ক গুলো এত সুন্দর যে সব ঢেকে যায়। আর SVF’র presentation নিয়ে কোনো কথাই হবেনা! কি অদ্ভুত সুন্দর। এসব মুহূর্ত দেখলেই বুঝা যায় যে সেরা বাবার পুরস্কার অধিকারী সূর্য আর সেরা মা হলো দীপা, আর সোনা-রূপা দুজনেই সেরা মেয়ে ও ক্ষুদে শিল্পী’।

Anurager Chhowa Sona Rupa acting praised by viewers

এই পোস্টের সাথে রয়েছে বেশ কিছু ছবিও। ছবিতে বর্তমান ট্র্যাকের বেশ কিছু দৃশ্য দেখা যাচ্ছে। রুপার জন্মপরিচয় জানতে পেরেই তাকে দীপার থেকে আলাদা করে নিজের কাছে রেখে দিয়েছে সূর্য। অন্যদিকে মা হয়েও নিজের মেয়েকে না পেয়ে সোনাকে জড়িয়ে ধরেই চোখের জল ফেলছে দীপা।

Anurager Chhowa Sona with Deepa and Rupa with Surja

প্রসঙ্গত, রুপার শরীর খারাপ হতে তাকে নিয়ে হাসপাতালে যায় সূর্য। সেখানেই জানতে পারে দীপাই রুপার আসল মা। বুঝতে পারে সকলে মিলে তাকে ঠকিয়েছে। তারপরেই সিদ্ধান্ত নেয় যতক্ষণ না রুপার মা হিসাবে দীপা আসছে ততক্ষণ সে রুপাকে ছাড়বে না। এখন এটাই দেখার যে দীপা কবে রুপাকে নিজের কাছে ফিরে পায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥