• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মপরিচয় জানতেই মায়ের থেকে আলাদা রুপা! রাগী সূর্যর কাছে অসহায় দীপা, ফাঁস আগাম পর্ব

Published on:

Anurager Chhowa Surja doesnot allow rupa to go with Deepa leaving deepa crying

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) নামটাই যথেষ্ট সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে। বিগত কয়েক সপ্তাহে একেরপর এক চমক দেখা যাচ্ছে গল্পে। দার্জিলিং যাওয়া থেকে শুরু করে সোনার কিডন্যাপ হওয়া, তারপর একটু হলেও কাছে এসেছিল সূর্য-দীপা। যা দেখে প্রাণ জুড়িয়েছিল দর্শকদের। কিন্তু আবারও আলাদা হয়ে গিয়েছে দুজন, এতে একপ্রকার ধৈর্যহীন হয়ে পড়ছেন সকলে।

TRP তালিকায় বাকি সবাইকে টেক্কা দিলেও একঘেয়ে হয়ে যাচ্ছে কাহিনী, এমনটাই অভিযোগ নিত্য দর্শকদের। এদিকে ক্রমাগত নতুন চমক এসেই চলেছে। যদিও এতদিন সোনা-রুপাকে কেন্দ্র করেই চলছিল সম্পূর্ণ কাহিনী, তবে এবার সেটা কিছুটা পাল্টাচ্ছে। ধীরে ধীরে সূর্য-দীপার মধ্যেকার সম্পর্ক আসছে ফোকাসে।

Anurager Chhowa Surjo feeds Rupa Deepa Feeds Sona dinner

সোনাকে নিয়ে আমেরিকা  যাওয়ার কথা থাকলেও সোনা অসুস্থ হয়ে পড়ায় সেটা হয়নি। বদলে সোনাকে দীপার বাড়িতেই রাখতে হয়েছে। এর ফলে নিজের আসল মায়ের থেকে আলাদা হয়ে যেতে হয়েছে রুপাকে। কারণ সূর্যর সামনে মাকে ফুল মা বলে ডাকে সে। কিন্তু নিজের মা’কে মা ডাকতে না পারা আর সোনার সাথে সর্বদা থাকতে দেখে মন খারাপ হয়ে গিয়েছে ছোট্ট রুপার।

Anurager Chhowa Sona Rupa Deepa

একসময়  কাউকে কিছু না বলেও স্কুলে চলে যায় রুপা। টিফিন টুকুও নিয়ে যায় না, তাঁর বদলে স্কুলে জাঙ্ক ফুড খায়। এর ফলে পেট ব্যথা শুরু হয়। তখনই সূর্য উপস্থিত হয় স্কুলে। রুপার অসুস্থতার কথা জানতে পেরে তাকে নিয়ে হাসপাতালে যেতেই জানতে পারে যে রুপা দীপার মেয়ে আর সে রুপার বাবা। চোখের সামনে এমন একটা সত্যিই দেখতে পেয়ে চমকে ওঠে সূর্য।

Surjya will come to know Rupa’s real identity in Star Jalsha’s Anurager Chhowa

রুপাকে ডাক্তার দেখিয়ে নিজের বাড়িতেই নিয়ে আসে সূর্য। এরপর লাবণ্য সেনগুপ্ত সহ বাকিরা দীপাকে ডাকার কথা বললেও সূর্য কিছুতেই রাজি হয় না। তাঁর মতে রুপার মা-বাবার সাথেই কথা বলতে চায় সে, ফুল মার সাথে নয়। যেটা শোনার পর অবাক হয়ে যায় সকলেই।

Anurager Chhowa,Star Jalsha,Bengali Serial,Target Rating Point,অনুরাগের ছোঁয়া,ষ্টার জলসা,বাংলা সিরিয়াল

এখানেই শেষ নয়, এরপর প্রথমে দীপার বাবা হাজির হয়ে নাতনির সাথে দেখার করার জন্য। তাঁর সাথে রুপাকে দেখা করতে দেওয়া হয়নি। তারপর দীপা এলে তাকেও রুপাকে নিয়ে যেতে দেয়নি সূর্য। কারণ ফুল মা নয়, আসল মায়ের কাছে রুপাকে তুলে দিতে চায় সে। যার ফলে চোখে জল নিয়েই বেরিয়ে আসতে হয় দীপাকে। এবার আগে কি হতে চলেছে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥