• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার হাত থেকেই খাবার খেল সোনা-রুপা, টিভির আগেই প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র মন কাড়া পর্ব

Updated on:

Anurager Chhowa Surja Deepa Feeds Sona Rupa with own hands in Upcoming Episode

বাংলা সিরিয়ালের মধ্যে বর্তমানে সবচাইতে জনপ্রিয় ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে পপুলারিটি। সাপ্তাহিক টিআরপি তালিকা দেখলেই সেটা বেশ বোঝা যায়। বিগত কয়েক মাস প্রথম স্থান একেবারে পার্মানেন্ট দখলে। কিন্তু দর্শকদের মনে একটাই প্রশ্ন কবে সোনা-রুপার দৌলতে এক হবে সূর্য-দীপা?

দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটিয়ে কবে যে এক হবে এক হবে ‘সুদীপা’ সেই অপেক্ষাতেই দিন গুনছেন দর্শকেরা। একসময় যেখানে দীপাকে সহ্যই করতে পারত না সেখানে সোনার দৌলতে আজ অনেকটা কাছাকাছি এসেছে দুজনে। দার্জিলিংয়ে ঘুরতে গিয়েও ভুল ভেঙেছে অনেকটা। কিডন্যাপারদের থেকে বাঁচানোর সময় দীপাকে স্ত্রী’র পরিচয় দিয়েছে সূর্য।

Anurager Chhowa Sona unites Surjo Deepa revealing Mishka

এরপর বাড়ি ফিরেই সোনাকে নিয়ে আমেরিকা যেতে চাইলেও নিয়তির খেলায় আবারও বারেবারে একসাথে দুজনে। সোনা অসুস্থ হয়ে পড়ায় তাকে দীপার কাছেই আনতে হয়েছে। কথায় বলে টাকা থাকলেই সুখ শান্তি মেলে না, তেমনই বড়লোক বাবার বাড়ি ছেড়ে গরিব ফুল মা’র বাড়িতেই থাকতে চায় সোনা। তাই অনিচ্ছা সত্ত্বেও মেয়ের মুখ চেয়ে রাজি হয়ে যায় সূর্য।

Anurager Chhowa Surjo Deepa

ইতিমধ্যেই দেখা গিয়েছে সোনাকে নিয়ে দীপার বাড়ি রেখে গিয়েছে সূর্য। এতে শাশুড়ি লাবণ্য সেনগুপ্তও খুশি, যতই হোক দুই মেয়ে যে মায়ের কাছেই থাকবে। তারপর লাবণ্য নিজে গিয়ে দীপার বাড়িতে এসি লাগিয়ে দিয়ে এসেছে। তবে এবার আরও একটা সুন্দর মুহূর্ত দেখা গেল সিরিয়ালে।

Anurager Chhowa Surjo feeds Rupa Deepa Feeds Sona dinner

রাতের খাবারের সময় মা বাবার সাথেই খেতে বসেছে সোনা-রুপা। এক দিকে যেমন হিংসেকুটিকে ফুল মা খাইয়ে দিচ্ছে, তেমনি অন্য দিকে ডাক্তারবাবু খাইয়ে দিল রুপাকে। এই দৃশ্য দুচোখ ভরে দেখল লাবণ্য সেনগুপ্ত আর দর্শকেরাও। যা দেখে নেটিজেনদের অনেকেই মুগ্ধ হয়েছেন।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘অনুরাগের ছোঁয়া’র একটি ধামাকা প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে শরীর খারাপ হওয়ায় রুপাকে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে সূর্য জানতে পারে রুপাও তারই মেয়ে। তবে কি এরপরেই ধীরে ধীরে সব ভুল বোঝা মিটিয়ে কাছে আসবে সূর্য-দীপা? সেটা জানার জন্য চোখ রাখুন টিভির পর্দায় আর ফলো করুন বংট্রেন্ডকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥