• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পচা আন্টি’কে রাক্ষসী রানী সাজালো সোনা-রূপা! মিশকাকে দেখে হাসি থামা দায় নেটিজেনদের

Published on:

Anurager Chowa Sona Rupa Imagines Mishka as Rakkhosi while acting in play

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। প্রতিটি পর্বেই কিছু না কিছু চমক থাকছে দর্শকদের জন্য। আর ঠিক সেই কারণেই সপ্তাহে মাত্র ৫ দিন সম্প্রচারিত হয়েও একাধিকবার বেঙ্গল টপারের শিরোপা জিতে নিয়েছে এই সিরিয়াল। এবার সূর্য (Surjya)-দীপার (Deepa) ধারাবাহিকেই এমন একটি মোড় এসেছে যা দেখে হাসি থামা দায় হয়ে গিয়েছে দর্শকদের।

‘অনুরাগের ছোঁয়া’র দর্শকরা জানেন, মিশকার (Mishka) ষড়যন্ত্রের জন্য সূর্য-দীপা বছরের পর বছর ধরে আলাদা থাকছে। তাঁদের মান-অভিমান কিছুতেই কমছে না। যদিও এত বছর একে অপরের থেকে আলাদা থেকে লড়াই করছিল সূর্য-দীপা। তবে এবার কোর্টের আদেশে এক ছাদের তলায় থাকছে তাঁরা।

Anurager Chhowa Deepa Surjo, Surjya Deepa

সূর্য-দীপার ডিভোর্স করাতে গিয়ে অজান্তেই তাঁদের আরও কাছাকাছি এনে ফেলেছে মিশকা। কোর্টের নির্দেশে একসঙ্গে থাকতে গিয়েই সূর্য-দীপার মধ্যেকার মান-অভিমানও একটু একটু করে কমতে শুরু করেছে। শীঘ্রই ধারাবাহিকে দেখানো হবে, সূর্যর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে দীপা।

সূর্য অবশ্য প্রথমে দীপার সঙ্গে থাকতে রাজি হয়নি। তবে শেষ পর্যন্ত কোর্টের আদেশ মেনে নিতে হয় তাঁকে। সেই জন্য সোনা (Sona)-রূপাকে (Rupa) সেনগুপ্ত বাড়িতে রেখে সূর্য দীপার বাড়ির উদ্দেশে রওনা দেয়। ওদিকে আবার মা-বাবাকে ছাড়া থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছে ছোট্ট সোনা-রূপার। বিষয়টি নজর এড়ায়নি সেনগুপ্ত বাড়ির সদস্যদেরও।

Anurager Chhowa, Sona and Rupa, Lalkamal and Nilkamal

সোনা-রূপার মন ভালো করতে তাই বাড়ির সবাই মিলে লালকমল-নীলকমল নাটকের আয়োজন করে। সেখানে সোনা সেজে ওঠে লালকমলের বেশে, অপরদিকে রূপাকে দেখা যায় নীলকমল হিসেবে। তবে চমক রয়েছে রাক্ষসী রানীর চরিত্রতে। সোনা-রূপার ‘পচা আন্টি’ অর্থাৎ মিশকাকে দেখা গিয়েছে রাক্ষসী রানী হিসেবে।

যদিও বাস্তবে এমনটা হয়নি। বরং সোনা এবং রূপা মিশকাকে রাক্ষসী রানী হিসেবে কল্পনা করেছে। কারণ এই চরিত্রটির সঙ্গে ‘পচা আন্টি’রই সবচেয়ে বেশি মিল খুঁজে পেয়েছে তারা। তবে কল্পনা হলেও রাক্ষসী রানীর বেশে মিশকাকে দেখে দর্শকরা কিন্তু দারুণ মজা পেয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥