• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার বিচ্ছেদে নষ্ট সোনা-রূপার শৈশব! ‘অনুরাগের ছোঁয়া’ দেখে চোখে জল দর্শকদের

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,দর্শক,Audience,প্রশংসা,Praise,আসন্ন পর্ব,Upcoming Episode

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জনপ্রিয়তার কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সময়ের সাথেই পাল্লা দিয়ে দর্শকমহলে বাড়ছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। দর্শক টানতে এই সিরিয়ালের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একেবারে নিত্য নতুন চমক।

দেখতে দেখতে বেশ অনেকদিন হল একে অপরকে ভালোবেসেও এখনও দূরে রয়েছে সূর্য-দীপা (Surjo-Deepa)। তাই দীপা যতবার ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে মিশকার মগজধোলাইয়ে দীপাকে ভুল বুঝে ততবার দূরে সরিয়ে দিচ্ছে সূর্য। তবে এখন ছোট্ট সোনা-রুপাই (Sona-Rupa) দর্শকদের একমাত্র ভরসা।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,দর্শক,Audience,প্রশংসা,Praise,আসন্ন পর্ব,Upcoming Episode
দুই মেয়ের হাত ধরেই এখন সূর্য -দীপার মিল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। প্রসঙ্গতি সিরিয়ালটির নিয়মিত দর্শকরা  জানেন ইতিমধ্যেই সোনা-রুপার কাছে পরিষ্কার হয়েছে একাধিক ঘটনা। বিশেষ করে রুপা জানতে পেরেছে ডাক্তারবাবু অর্থাৎ সূর্যই তার আসল বাবা। তারপর থেকে ডাক্তারবাবুর প্রতি রুপার ব্যবহারে এসেছে বেশ কিছু পরিবর্তন।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,দর্শক,Audience,প্রশংসা,Praise,আসন্ন পর্ব,Upcoming Episode
নিজের চোখে ডাক্তারবাবু অর্থাৎ সূর্যের সামনে মাকে অপমানিত হতে দেখে রুপার ছোট্ট মনে ব্যাপক প্রভাব পড়েছে।  সত্যিটা জেনেও সে সবার সামনে প্রাণ খুলে নিজের আসল পরিচয় দিতে পারছে না, হিংসুকটিকে নিজের বোন বলতে পারছে না।  বড়দের এইসব জটিলতার যাঁতাকলে পিষে যাচ্ছে রুপার শিশু মন।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,দর্শক,Audience,প্রশংসা,Praise,আসন্ন পর্ব,Upcoming Episode
নিজের মনের মধ্যেই সব কষ্ট চেপে রেখেছে সে। যার ফলে একেবারেই মন ভালো নেই রুপার। এরইমধ্যে ধারাবাহিক আসতে চলেছে আরো এক নতুন চমক। সূর্য দীপাকে তাদের ভুলটা ধরিয়ে দিতে স্কুলের অনুষ্ঠানে সূর্য-দীপার নকল করে তাদের মতো সেজে ঝগড়া করতে দেখা গিয়েছে সোনা-রুপাকে। একদিকে রুপা সেজেছে ডাক্তারবাবু অর্থাৎ সূর্যের মতো অন্যদিকে সোনা দীপার মতো শাড়ি পরেছে।

এইভাবে বাবা-মায়ের সাজপোশাকই শুধু নকল করেনি সোনা রুপা। সেইসাথে ঠিক যেভাবে সূর্য দীপাকে অপমান করে কথা বলে। এদিন তারা সেটাই  অভিনয় করে দেখিয়েছে সকলের সামনে। আর সবশেষে তাদের আর্জি ছিল ‘আমরা কি একসাথে থাকতে পারি না?’ ছোট্ট সোনা রুপার এমন পদক্ষেপ দেখে তাদের প্রশংসায় ভরিয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ার শেয়ার করা সিরিয়ালের ভিডিওর কমেন্ট সেকশনে দর্শকদের একটা বড় অংশ লিখেছেন ‘তোমরা ঠিক করেছো সোনা-রুপা। এইভাবেই সূর্য-দীপার ভুলটা তোমরা ধরিয়ে দিও।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥