• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তানদের মুখ চেয়েই এক হবে সূর্য-দীপা, সামনে এল সব সত্যি! আগে ভাগেই ফাঁস আগাম ট্র্যাক

Published on:

Anurager Chhowa Sona Rupa Surjo Deepa New Promo

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মুখে মুখে এখন ঘুরছে একটাই নাম তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপাকে (Surjo-Deepa) সারাক্ষণ একেবারে চোখে হারাচ্ছেন দর্শক। তবে সূর্য দীপা ছাড়াও এখন এই সিরিয়ালের দর্শকদের কাছে একেবারে নয়নের মনি হয়ে উঠেছেন সূর্য-দীপার দুই মিষ্টি মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)।

টিভির পর্দায় এই পাতা মেয়ে আর হিংসুকুটির ঝগড়া কিংবা খুনসুটি দেখলেই মন ভরে যায় দর্শকদের।  সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তারা সকলেই জানেন এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্বে চলছে একেবারে হাই ভোল্টেজ ড্রামা। ইতিমধ্যেই রূপা জেনে গিয়েছে ডাক্তার বাবু অর্থাৎ সূর্য সেনগুপ্তই তার আসল বাবা।

Anurager Chhowa Surjo Deepa

প্রথমে সত্যিটা জেনে নিজের মনেই কষ্ট চেপে রেখেছিল ছোট্ট রুপা। কিন্তু অবশেষে দীপা এবং লাবণ্যর কাছে শিশু রুপা সবটাই স্বীকার করে নিয়েছে। এছাড়া গত পর্বেই দর্শক দেখেছেন সোনা রুপা মিলে বিয়ের আয়োজন করেছেন তাদের বাবা-মা সূর্য-দীপার। এরই মধ্যে সামনে এলো ধারাবাহিকের আগাম পর্বের ঝলক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sone,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,মায়ের পরিচয়,Mothers Identity,বড় চমক,Big Twist

আজ অনুরাগের ছোঁয়ার প্রকাশ্যে আসা নতুন প্রমোতে দেখা যাচ্ছে রুপার পর এবার মায়ের পরিচয় জানবে সোনা। কাজেই সিরিয়ালে এবার আসছে সোনার ট্র্যাক। রুপা যেমন জেনে গিয়েছে সূর্যই তার বাবা তেমনি এবার সম্ভবত সোনাও জেনে যাবে ফুল মা অর্থাৎ দীপাই তাঁর আসল মা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sone,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,মায়ের পরিচয়,Mothers Identity,বড় চমক,Big Twist

প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে রুপা সোনাকে বলছে সে জানে তার ডাক্তারবাবুর বৌ মানে তাঁর মা বেঁচে আছে সে মারা যায়নি। রুপার কথা শুনে সোনা দৌড়ে গিয়ে সূর্যের কাছে জানতে চায় ‘বাবা আমার মা বেঁচে আছে?’

মেয়ের মুখে এ কথা শুনে প্রচন্ড রেগে যায় সূর্য। ক্ষোভে ফেটে পড়ে সে সোনার কাছে জানতে চায় এসব বাজে কথা তাকে কে বলেছে? তার ফুল মা? তখনই পাশ থেকে লাবণ্য এসে জানায় সে বলেছে সোনাকে। এই প্রোমোর ট্যাগলাইনে লেখা হয়েছে ‘খুলবে সম্পর্কের জট? সোনা কি জেনে যাবে তার আসল মা কে?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥