• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনাকে কিডন্যাপ করিয়ে দীপাকে ফাঁসালো মিশকা! রইল ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্বের ভিডিও

বর্তমানে বাংলার দর্শকদের সবচাইতে প্রিয় সিরিয়াল ষ্টার জলাসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকাই তার প্রমাণ। বিগত কয়েক মাসে একেরপর এক টুইস্ট এনে বেঙ্গল টপারের শিরোপা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিকটি। আর এখন চলছে দার্জিলিং স্পেশাল পর্ব। যেখানে চুটিয়ে প্রেম করতে ব্যস্ত সূর্য-দীপা! কিন্তু এরই মাঝে ঘটে গেল অঘটন।

আসলে সেনগুপ্ত পরিবারের সাথে সোনা আর ফুল মা দীপার সাথে রুপা পৌঁছে গিয়েছে দার্জিলিংয়ে। তবে ‘কুটিলা’ মিশকাও হাজির হয়েছে সূর্য ও সোনার সাথে। কিন্তু পাহাড়ে দীপাকে দেখার পর থেকেই আর নিজেকে ঠিক রাখতে পারছে না নিজেকে। তাই সারাক্ষন ভেবেই চলেছে কিভাবে দীপাকে পথ থেকে চিরকালের জন্য সরিয়ে ফেলা যায়।

   

Anurager Chhowa New Twist Sona Kidnapped by Mishka

এমনিতেই দীপা দার্জিলিং যাচ্ছে শুনে যেতে চাইছিল না সূর্য। কিন্তু শেষমেশ তারা একসাথেই হাজির হয়েছে পাহাড়ে। যেটায় আর কেউ না হলেও সোনা-রুপা থেকে শাশুড়ি লাবণ্য সেনগুপ্ত কিন্তু বেশ খুশি। তবে সেই খুশি এবার দুশ্চিন্তায় পরিণত করে প্রকাশ্যে এসেছে অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো।

প্রোমোতে দেখা যাচ্ছে মিশকার ষড়যন্ত্রে ফুল মা এর মত সেজে সোনাকে কিডন্যাপ করছে কিছু দুস্টু লোকেরা। রাস্তায় বাকিদের থেকে আলাদা হয়ে পড়লে সোনা দীপার মত একজনকে দেখে তাঁর দিকে এগিয়ে যায়। যে সে আসলে ফুল মা নয়, তবে ততক্ষনে দুষ্কৃতীরা তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। গোটা ঘটনাটা রুপা দেখে ফেলে।

Anurager Chhowa New Twist

এরপর সোনাকে পাগলের মত এদিক ওদিক খুঁজতে থাকে সূর্য। শেষমেষ কোথাও খুঁজে না পেয়ে পুলিশ ডাকে। আর পুলিশ এলে সূর্য জানায় দীপার ওপরেই তার সন্দেহ হয়। একথা শুনে দীপা নিজেও অবাক হয়ে যায়, জানায় সেও নিজে খুব চিন্তায় রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

অর্থাৎ সিরিয়ালে আবারও নতুন মোড় আসতে চলেছে। আবারও দীপাকে ভুল বুঝবে সূর্য। কিন্তু প্রশ্ন হল কিভাবে সোনাকে খুঁজে পাবে দীপা? কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সূর্যর কাছে? আর কিভাবেই বা মিশকার শয়তানী ফাঁস হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে ষ্টার জলসার পর্দায়।