• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনাও জেনে গেল মায়ের পরিচয়! দুই মেয়েকে বুকে টেনে নিয়ে দীপার কান্না দেখে চোখে জল নেটিজেনদের

Published on:

Anurager Chhowa Sona comes to know truth Deepa is Rupa's Mother

বর্তমানে বাংলার সেরা সিরিয়াল বলতে গেলে ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নামটাই উঠে আসবে। সূর্য-দীপা তো বটেই ছোট্ট সোনা-রুপা মন কেড়ে নিয়েছে সকলের। টিআরপি তালিকা যেমন জানান দিচ্ছে সেরার সেরা, তেমনি ধারাবাহিকের একটাও পর্ব মিস করেন না দর্শকেরাও। কিন্তু শত জনপ্রিয়তার মাঝেও রয়েছে অভিযোগ!

নিয়মিত দর্শকদের অনেকের মতেই, বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে সিরিয়ালের ট্র্যাক। দীর্ঘ কয়েক মাস ধরে সূর্য-দীপার মিল দেখানোর কথা থাকলেও হচ্ছে না। হয় মিশকার ষড়যন্ত্র নয় নতুন ভুল বোঝাবুঝির জেরে আসছে একেরপর এক টুইস্ট। এটা আর নিতে পারছেন না কেউই, তাই নেটপাড়ায় বেশ কিছুদিন ধরেই দাবি উঠছিল এবার মিল দেখানো হোক।

Anurager Chhowa Sona Comes to Ful Ma is Rupa's real mother

এবার হয়তো দর্শকদের দাবি মেনে সূর্য-দীপার মিলনের দিকেই এগোতে চলেছে গল্প। কারণ ইতিমধ্যেই দেখা গিয়েছে দীপা জেনে গিয়েছে তাঁর আরও একটি মেয়ে রয়েছে। আর সোনার গায়ের রং থেকে তাঁর প্রতি টান দেখে একপ্রকার বুঝেই গিয়েছে সোনাই দীপার দ্বিতীয় মেয়ে। যদিও এই সত্যিটা মানতে অস্বীকার করেছে শাশুড়ি লাবণ্য সেনগুপ্ত।

তবে, কথায় বলে মা সন্তানের টান কি আর আটকে রাখা যায়! এবার তেমনটাই হতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’তে। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রুপার পাশে বসে দ্বিতীয় সন্তানের জন্য চোখের জল ফেলছেন দীপা। সেই সময়েই ফুল মা ফুল মা করতে করতে হাজির হয়েছে সোনা।

Anurager Chhowa New promo Deepa Cry with Sona Rupa

সোনা জানতে পেরে যায় যে রুপার আসল মা তাঁর প্রিয় ফুল মা। এই সত্যিটা জানতে পেরে ছোট্ট সোনা কষ্ট পেয়েছে। একে তো রুপাকে বেস্ট ফ্রেন্ড মনে করত তারপর প্রিয় ফুল মা দুজনেই তাকে মিথ্যে বলেছে। কিন্তু এই চরম মুহূর্তেও ছোট্ট রুপা বুদ্ধিমত্তার পরিচয় দেয়।

রুপা জানায়, রুপার মায়ের তো রুপাকে বড় স্কুলে ভর্তি করতে পারেনি, ডাক্তারবাবু করিয়েছে। তাই রুপার মা লজ্জা পেয়েছে বলে তোমায় সত্যিটা জানায়নি। এরপর দুই মেয়েকে একসাথে বুকে টেনে নিয়েছে দীপা। সাথে অঝোরে ঝরে পড়েছে চোখের জল। এমন দৃশ্য দেখে দর্শকদেরও চোখে জল এসে গিয়েছে। যেটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েছেন সকলে। এখন দেখার বিষয় আগামী দিনে কোন দিকে মোড় নেয় গল্প।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥