• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘অনুরাগের ছোঁয়া’র প্রাণ ভোমরা, অন্নপূর্ণা রূপে সোনা-রূপাকে দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

Published on:

Anurager Chhowa Sona and Rupa look gorgeous as Maa Annapurna, video goes viral on social media

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার সিরিয়াল শুরু থেকেই দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে। তবে সোনা (Sona)-রূপার (Rupa) এন্ট্রির পর সিরিয়ালের জনপ্রিয়তা একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারও হয়েছে এই ধারাবাহিক।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, গতকাল এবং আজ অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ ধারাবাহিকের মহাপর্ব চলছে। একের পর এক মিথ্যের জাল ফাঁস হচ্ছে এই সিরিয়ালে। সম্প্রতি যেমন দীপা (Deepa) জানতে পেরেছে মিশকা এবং সূর্যর (Surjya) বিয়ে হয়নি। ঊর্মি সাধভক্ষণ অনুষ্ঠানের মাঝেই সকলের সামনে মিশকাকে বলে, তোমার তো দাদাইয়ের সঙ্গে বিয়েই হয়নি।

Anurager Chhowa, Urmi and Mishka

যদিও তাতে সূর্য-দীপার মধ্যেকার ভুল বোঝাবুঝি মেটেনি। এখনও দু’জনে একসঙ্গে থাকে না। যদিও সোনা-রূপা অর্থাৎ নিজেদের মেয়েদের টানে বারবার মুখোমুখি হচ্ছে তাঁরা। কয়েক এপিসোড আগে যেমন দেখানো হয়েছে, সূর্য জানতে পেরেছে রূপা দীপার মেয়ে। পাশাপাশি এও জেনেছে, দীপা কবীরের স্ত্রী নয়। বরং রূপা কবীরকে ‘মামা’ বলে।

তাতে অবশ্য কিছুই কাজের কাজ হয়নি। এখনও ‘প্রিয় বান্ধবী’ মিশকাকেই অন্ধের মতো বিশ্বাস করে সূর্য। তবে সূর্য-দীপার এই একঘেয়ে ভুল বোঝাবুঝির মধ্যে দর্শকদের ‘পাওয়া’ বলতে মিষ্টি সোনা-রূপা। ধারাবাহিকের সাম্প্রতিক মহাপর্বে যেমন দু’জনে অন্নপূর্ণা মায়ের সাজে নজর কেড়েছেন।

Anurager Chhowa, Sona Rupa, Sona Rupa as Maa Annapurna

গতকাল মহাপর্বের এপিসোডে দেখানো হয়েছে, সোনা এবং রূপা দু’জনেই মা অন্নপূর্ণার (Maa Annapurna) মতো সেজেছে। সেই সাজে দু’জনকে এতখানি মিষ্টি লাগছিল যে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের ছবি। কেউ লিখেছেন, ‘কী মিষ্টি লাগছে’। কারোর আবার মত, ‘কিউটের ডিব্বা’।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’য় এখন জমজমাট মোড় চলছে। একের পর এক সব মিথ্যা থেকে পর্দা উঠছে। সেই সঙ্গেই খুলছে মিশকার মুখোশ। শীঘ্রই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হতে চলেছে সূর্য এবং দীপা। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেছেন সূর্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং দীপা তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। আপাতত ‘সুদীপা’ জুটির পুনর্মিলনের দৃশ্য দেখার জন্যেই মুখিয়ে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥