• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বয়সেই অসাধারণ অভিনয়, সেরা শিশু অভিনেত্রীর পুরস্কার পেল ‘অনুরাগের ছোঁয়া’র সোনা

Published on:

Anurager Chhowa Sona actress Misheeta Ray Chowdhury won best child actress awrd in Bengal Achievers Award 2023

বাঙালি দর্শকদের কাছে ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়াল বর্তমানে ব্যাপক জনপ্রিয়। সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকাতেও প্রতিবার বেঙ্গল টপার হতে দেখা যাচ্ছে ধারাবাহিকটিকে। অবশ্য হবে নাই বা কেন! সুর-দীপা ছাড়াও দুই বোন সোনা-রুপার অভিনয় মন কেড়ে নিয়েছে সকলের। তাদের মধ্যেকার সম্পর্কই যেন ইউএসপি হয়ে দাঁড়িয়েছে সিরিয়ালের।

সিরিয়ালে সোনা চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী মিশিতা রায়চৌধুরী (Misheeta Ray Chowdhury)। দীপার মেয়ে হলেও সোনা থাকে সূর্যর কাছে। দীপার আরেক মেয়ে রুপার থেকে সোনা একেবারে আলাদা। বুদ্ধিতে রুপার থেকে কিছুটা কম আর কথা বলতে গেলে আটকে আটকে যায়। রুপা সোনাকে হিংসেকুটি বলে ডাকে। তবে দুজনের মনের মিল কিন্তু নজর কারা।

Anurager Chhowa Sona Rupa

ছোট হলেও সোনার চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে মিশিতা। জানলে অবাক হবেন সিরিয়ালের পাশাপাশি মডেলিংয়ের দিকেও বেশ আগ্রহী সে। ইতিমধ্যেই মডেলিং জগতে বেশ নাম রয়েছে তাঁর। আর সিরিয়ালের খলনায়িকা অর্থই ‘মিশকা’ নামটাই তাঁর ডাক নাম। পর্দায় সোনার গায়ের রং অনেকটাই চাপা দেখানো হয়, তবে বাস্তবে কিন্তু দারুন ফর্সা ও কিউট দেখতে মিশিতাকে।

Anurager Chhowa sona actress Misheeta Ray Chowdhury best child actress in Bengali Achivers Award

সম্প্রতি নিজের অভিনয়ের দৌলতে সেরা শিশু অভিনেত্রীর পুরস্কারে পুরস্কৃত হয়েছে মিশিতা। বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের (Bengal Achievers Award) মঞ্চে টলি অভিনেত্রী সোহিনী সরকারের হাত থেকে এই পুরস্কার পেয়েছে। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই মেয়ের সাফল্য নিয়ে খুশি বাবা মা। তেমনি দর্শকেরাও প্রশংসা করেছেন মিশিতার অভিনয়ের।

প্রসঙ্গত, সোনা ছাড়াও রুপার অভিনয়ও মন কেড়েছে দর্শকদের। রুপার চরিত্রে অভিনয় করছেন আরেক শিশু শিল্পী সৃষ্টি মুজমদার (Sristi Majumdar)। সৃষ্টির বয়স মাত্র ৮ বছর। তবে এই বয়সেই তাঁর চটপটে চরিত্রের অভিনয় সকলের কাছে প্রশংসিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥