• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুশয্যায় দীপা, চিকিৎসা করতে গিয়েই সব সত্যি জানবে সূর্য! ফাঁস হল ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্ব

Published on:

Deepa fell unconscious in Sujya’s lap, Anurager Chhowa latest update

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Mega serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার কাহিনী শুরু থেকেই দর্শকদের প্রচণ্ড পছন্দের। সময় যত এগিয়েছে ততই বেড়েছে সিরিয়ালের জনপ্রিয়তা। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে টিআরপি (TRP)। সম্প্রতি ধারাবাহিকের ‘মহা সোমবার’এর প্রোমো দেখার পর থেকে তো দর্শকমহলে আরও উত্তেজনা ছড়িয়েছে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে সূর্য এবং দীপা (Surjo-Deepa)। তবে ৮ বছর পর তাঁদের প্রথম সাক্ষাৎ খুব একটা মধুর হয়নি। বরং দীপাকে ভুল বুঝে ফের একবার অপমানিত করে সূর্য। এই অবস্থায় দর্শকরা অধীর আগ্রহে ফের দু’জনের মিলন দেখার জন্য অপেক্ষা করছিল।

Surjya Deepa Anurager Chhowa

স্টার জলসার তরফ থেকে প্রকাশিত প্রোমোর সৌজন্যে দর্শকরা অবশ্য আগেই জেনে গিয়েছিলেন, আজ অর্থাৎ সোমবার ফের একবার সামনাসামনি আসবে সূর্য এবং দীপা। স্বামীর কোলে অজ্ঞান হয়ে পড়ে যাবে দীপা। আর তা দেখে পাগল পাগল দশা হবে সূর্যর। দর্শকরা এতদিন ধরে এই পর্বটি দেখার জন্যই হাপিত্যেশ করে বসে ছিলেন।

অবশেষে এসে গেল ‘অনুরাগের ছোঁয়া’র জমজমাট ‘মহা সোমবার’এর পর্ব। আজকের এপিসোডে দেখানো হবে, রূপা সূর্যর কাছে তাঁর মায়ের প্রেসক্রিপশন নিয়ে গিয়েছে। সে সূর্যকে বলে তাঁর অসুস্থ মায়ের জন্য কিছু ওষুধ লিখে দিতে।

Surjya Rupa

কিন্তু সেই সময় একটা জরুরি কাজের জন্য সূর্যকে বাইরে যেতে হলে সেই দায়িত্ব গিয়ে পড়ে মিশকার কাঁধে। সে ইচ্ছা করে এমন কিছু ওষুধ দেয়, যা খেলে আরও তাড়াতাড়ি মৃত্যুর মুখে পৌঁছে যাবে দীপা। রূপা এই চক্রান্ত না জেনেই মা’কে গিয়ে এই ওষুধ দেয়। দীপাও সেই ওষুধ খেয়ে নেয়। কিছুক্ষণ পর সে সূর্যর হাসপাতালে ফুল ডেলিভারি দিতে আসে।


আর সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়ে দীপা। মাথা ঘুরে গিয়ে পড়ে স্বামীর সামনেই। স্ত্রীয়ের এই অবস্থা দেখে পাগল পাগল দশা হয় সূর্যর। অপরদিকে আবার একই মদিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সোনা-রূপা। তাহলে কি দীপার চিকিৎসা করতে গিয়েই সমস্ত সত্যিটা জানতে পারবে সূর্য? সোনা-রূপার প্রার্থনার জোরেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসবে দু’জনে? আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥