• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়ের বুকেই হবে মিলন! সূর্য-দীপার রোমান্টিক ছবি দেখে চোখ জুড়োলো দর্শকদের

Published on:

Anurager Chhowa Surjo Deepa Romance in Darjeeling Photo Viral

স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। টিভির পর্দায় এখন রাজ করছে এই জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial)। এই ধারাবাহিকে নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) চরিত্রে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Ghosh) এবং স্বস্তিকা ঘোষের (Swastika Ghosh) অভিনয় দেখে মুগ্ধ দর্শক।

বিগত এক বছরেরও বেশী সময় ধরে দর্শকমহলে এই জুটির জনপ্রিয়তা তৈরী হয়েছে আকাশছোঁয়া। যা যে কোনো তারকাদের কাছে রীতিমতো ঈর্ষণীয়। প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় যখন নতুন সিরিয়ালের হিড়িক তখন নতুনের ভীড়েও রমরমিয়ে চলছে এই সিরিয়াল। টিভির পর্দায় সূর্য দীপা জুটির রোম্যান্স দেখলেই টিভির পর্দা থেকে চোখ সরে না দর্শকদের।

Anurager Chhowa Deepa Mishka DNA test Challenge

দর্শকদের ভালোবাসায় স্পষ্ট ছাপ মিলছে প্রত্যেক সপ্তাহের টি আর পি তালিকাতেও। বৃহস্পতিবার  প্রকাশ্যে আসা টি আর পি তালিকায় দেখা গিয়েছে চলতি সপ্তাহেও টি আর পি তালিকায় প্রথম হয়েছে সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া। তবে অনান্যদিনের তুলনায় বেশ খানিকটা নম্বর কমেছে অনুরাগের ছোঁয়ার।

এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা অত্যন্ত প্রিয় একটি জুটি হল অনুরাগের ছোঁয়ার সূর্য দীপার সুদিপা জুটি। এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তাঁরা সকলেই জানেন এই মুহূর্তে সিরিয়ালে চলছে দার্জিলিং-এ ঘুরতে যাওয়ার ট্র্যাক।

Anurager Chhowa Deepa Mishka DNA test Challenge

সূর্য-দীপা সোনা রুপা সমেত সেনগুপ্ত বাড়ির প্রত্যেকে এখন বেড়াতে গিয়েছে। সেখান থেকেই এদিন পর্দার সূর্যের সাথে দারুন রোমান্টিক একটি ছবি শেয়ার করেছিলেন দীপা অভিনেত্রী স্বস্তিকা দত্ত। পাহাড়ি এলাকার নীল পোশাক পরে চা বাগানের  মধ্যে দাঁড়িয়ে পর্দার ডাক্তারবাবুর সাথে এদিন ভারী মিষ্টি একটি ছবি শেয়ার করেছিলেন দীপা।

স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,বাংলা সিরিয়াল,Bengali Serial,বেঙ্গল টপার,Bengal Toper,সূর্য,Surjo,দীপা,Deepa,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Ghosh,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,রোমান্টিক ছবি,Romantic Photo,সোশ্যাল মিডিয়া,Social Media,দার্জিলিং ভ্রমণ,Darjeeling Trour

ছবির সাথে জুড়ে দিয়েছেন জনপ্রিয় হিন্দি গান ‘পাহাড়ও মে’। ক্যাপশনেও লিখেছেন সেই গানের লাইন ‘মেরা দিল কাহি দূর পাহাড়ও মে খো গেয়া’। প্রসঙ্গত সিরিয়ালে এমন দৃশ্য দর্শক সত্যিকারের কবে দেখতে পারবেন জানা নেই। তবে এদিন সূর্য দীপার অফলাইন রোমান্সের ছবি দেখে চোখ জুড়িয়ে গিয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥