• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা পেয়েও দীপার জন্য কাঁদছে মন, ‘অনুরাগের ছোঁয়া’র সোনাকে দেখে মনখারাপ দর্শকদের

Published on:

Anurager Chhowa serial Sona dosen't like her new mother deepa feel sad

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের অনুরাগের ছোঁয়া না দেখলে যেন গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম স্থান ছিনিয়ে নিয়ে এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়ালটি।

প্রসঙ্গত সময়ের সাথে এই ধারাবাহিকে ইতিমধ্যেই এসেছে বেশ কিছু নতুন চরিত্র। যাদের মধ্যে অন্যতম হলেন খুব সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নেওয়া সোনার নতুন মা। এমনিতে মিষ্টি সোনাকে সারাক্ষণ চোখে হারায় সূর্য। তাই তাকে দীপার থেকে দূরে রাখতে এক অভিনেত্রীকে সোনার নতুন মা সাজিয়ে নিয়ে এসেছে সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন মা,New Mother,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু বড়দের এই সম্পর্কের টানপোড়েনের মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুলের মত দুই শিশু সোনা রুপার শৈশব। চোখের সামনে নিজের মা দীপা থাকতে অন্য একজনকে নিজের মা বলে মেনে নিতে কষ্ট হচ্ছে সোনার। তাই সত্যিটা না জানলেও নিজের মা দীপার সাথে সোনার নাড়ির টান যাবে কোথায়!

এরইমধ্যে প্রকাশ্যে এল এই ধারাবাহিকের আগাম ঝলক। প্রকাশ্যে আসা একটি ছোট ভিডিওতে দেখা যাচ্ছে  সোনা-রুপার স্কুলের টিফিন পিরিয়ডে তাদের জন্য খাবার নিয়ে এসেছে দীপা। কিন্তু  এদিন সেখানে সোনার জন্য খাবার নিয়ে হাজির ছিল সোনার নকল মা-ও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন মা,New Mother,আসন্ন পর্ব,Upcoming Episode

তাই দীপা রুপাকে নিজের হাতে কায়াছিল আর সোনাকে খাওয়াচ্ছিল সেই নকল মা। কিন্তু ছোট্ট সোনার মন পড়ে ছিল তার মায়ের দিকেই। তাই হিংসুকুটিকে মায়ের হাতে খেতে দেখে তারও ইচ্ছা করছিল মায়ের হাতেই খেতে।

কিন্তু মুখ ফুটে কিছু বলতে না পেরে সব কষ্ট মনে চাপা রেখে আধপেটা খেয়েই উঠে যায় সোনা। কিন্তু মায়ের মন বলে কথা। তাই রুপার হাতে সোনার জন্য খাবার পাঠিয়ে দেয় সে। আসলে এইভাবে চোখের সামনে নিজের মেয়েকে কষ্ট পেতে দেখে মন ভালো নেই দীপারও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥