• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উঠছে মা’কে ছেড়ে আসার অভিযোগ! তারই মাঝে প্রেমিকের রোমান্টিক ছবি শেয়ার পর্দার ‘মিশকা’ অহনার

Published on:

Anurager Chhowa serial Mishka actress Ahona Dutta shares another romantic picture with boyfriend Dipankar

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জনপ্রিয় একজন খলনায়িকা হলেন মিশকা (Mishka) অভিনেত্রী অহনা দত্ত (Ahana Dutta)। টিভির পর্দায় নায়ক-নায়িকা সূর্য-দীপার জীবনটাকে সারাক্ষণ যেভাবে সে বিষিয়ে চলেছে তাতে এমনিতেই তার ওপর বিরক্ত দর্শক। তবে বিগত কয়েকদিন ধরেই পর্দার মতোই বাস্তব জীবনেও যেন ভিলেন হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

সদ্য কুড়িতে পা দিয়েছেন অহনা। আর এই জন্মদিন থেকেই তাঁকে ঘিরে সূত্রপাত ঘটে বিতর্কের। অভিনেত্রীর জন্মদিনেই তাঁর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তাঁর মা চাঁদনী গাঙ্গুলী।  একটি ফেসবুক পোস্টে তিনি কিহয়েছিলেন ‘২০২৩-এ এই দিনটাই বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছিলাম। সেটাও দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার চেয়ে খারাপ কেউ না। তাও বলবো বেঁচে থাকার অধিকারটাও যে কেড়ে নিল তার ভালো হোক,শুভ জন্মদিন।’

Audience got angry on Anurager Chhowa serial Mishka actress Ahona Dutta

এতদিন যে মা তাঁকে একা হাতে বড় করেছেন তাঁকে ছেড়েই প্রেমিকের সাথে জন্মদিন সেলিব্রেট করছে একথা জানার পর নেটিজেনরা একেবারে তুলোধোনা করতে শুরু করেন অহনাকে। প্রসঙ্গত এত কম বয়সেই নিজের সাবলীল অভিনয় গুণে দর্শকদের মন জয় করে নিয়েছেন অহনা। অভিনয় জীবনে পা রাখার পরেই দমদমের ফ্ল্যাট ছেড়ে অভিনেত্রী এখন টালিগঞ্জের বাসিন্দা।

প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় এটাই অহনার প্রথম সিরিয়াল। জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে মা চাঁদনী গাঙ্গুলির সাথেই প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করেছিলেন অহনা। সেই থেকেই  তাঁর কাছে সুযোগ আসে অভিনয়ের। বর্তমানে অনুরাগের ছোঁয়ার রুপটান শিল্পী দীপঙ্কর রায়ের সাথে সম্পর্কে রয়েছেন পর্দার মিশকা।

Audience got angry on Anurager Chhowa serial Mishka actress Ahona Dutta

অহনার মায়ের অভিযোগ তাঁর প্রেমিক দীপঙ্কর আগে থেকেই বিবাহিত। নেটিজেনরাও ‘ঘর ভাঙার’ অভিযোগ তুলছেন অভিনেত্রীর ওপর। নিজের নামে কুৎসা রটতে দেখে চুপ থাকেননি অহনাও। এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন তিনি কারও সংসার ভাঙেননি। পারমিতা নামের যে মেয়েটির সাথে দীপঙ্করের বিয়ে হয়েছিল তাঁর সঙ্গে সম্পর্কে আসার আগেই নাকি তাদের দুজনের ডিভোর্স হয়ে গিয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahana Dutta,প্রেমিক,Boyfriend,দীপঙ্কর রায়,Dipankar Roy,মা.Mother,চাঁদনী গাঙ্গুলি,Chandni Ganguly,বিতর্ক,Controvercy

এছাড়া নিজের মায়ের সাথে মনোমালিন্য প্রসঙ্গে অহনা বলেছেন, ‘আমার প্রেমটা মা মেনে নিতে পারেননি বলে এ কথা বলছেন।’ তবে মা মেনে না নিলেও ডোন্ট কেয়ার পর্দার মিশকা। তুমুল বিতর্কের মাঝেই প্রেমিকের সাথে প্রেমে মজে তিনি। তাই  বৃহস্পতিবারেই দীপঙ্করের সাথে আরও একটি রোম্যান্টিক ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘প্রতিটা ঝড়ের শেষে আমার রামধনু হওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥