• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেনগুপ্ত বাড়িতে সোনার নতুন মা অনতেই, চড়িয়ে সূর্যের গাল লাল করে দিল লাবণ্য

Published on:

Anurager Chhowa serial Labonyo slaps Surjo audience got exited

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে ইদানীং একেবারে টপ লিস্টে রয়েছে একটাই সিরিয়াল। তা হল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। চলতি সপ্তাহেই নিজেদের হারানো গৌরব ফিরে পেয়ে পেয়েছে এই সিরিয়াল।

আসলে বিগত কয়েক মাস ধরেই এই সিরিয়ালের একঘেয়ে গল্প দেখে বিরক্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। যার ভালোমতো ছাপ পড়েছিল টিআরপি তালিকাতেও। যার ফলে প্রথম স্থান থেকে এক লাফে এই  সিরিয়ালের নম্বর কমেছিল বেশ কয়েক ধাপ।  তাই দর্শক টানতে তড়িঘড়ি নিত্যনতুন চমক আনা হয়েছে ধারাবাহিকে। কাজেই এখন এই সিরিয়ালের প্রতিটা পর্বে চলছে টানটান উত্তেজনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,লাবণ্য,Labonyo,চড়,Slap,নতুন মা,New Mother,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,দর্শক,Audience,প্রশংসা,Praise

গত পর্বেই দেখেছেন সোনার জন্য নতুন মা নিয়ে হাজির হয়েছে সূর্য। এছাড়াও আগামী পর্বে এই সিরিয়ালের দর্শকদের জন্য অপেক্ষা করে রয়েছে আরও বেশ কিছু নতুন চমক। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সূর্য-দীপার ঝগড়া ঝাটি  আর  রাগারাগির ফলে নষ্ট হচ্ছে সোনা রুপার ফুলের মত শৈশব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,লাবণ্য,Labonyo,চড়,Slap,নতুন মা,New Mother,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,দর্শক,Audience,প্রশংসা,Praise

তাই নিজের ভুল বুঝতে পেরে সোনার ভালোর জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সূর্য। সেনগুপ্ত বাড়িতে একজন মহিলাকে সোনার মা সাজিয়ে নিয়ে এসেছে সে। ডাক্তারবাবুর এই কাজ দেখে দীপার মন একেবারে ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছে।  অন্যদিকে বাড়িতে এসে ছেলের কান্ড কারখানা দেখে মাথায় রক্ত চড়ে গিয়েছে লাবণ্য সেনগুপ্তের।

দীপাকে চোখে জল নিয়ে বেরোতে দেখে যার সূর্যের মুখে ভুলভাল কথা শুনে রাগের মাথায় সূর্যকে হাতের কাছে পেয়ে সূর্যের গালে সজোরে চড় কষিয়েছেন লাবণ্য। এইভাবে অন্য একজন মহিলাকে দীপার জায়গা দেওয়ায়  প্রচন্ড রেগে গিয়েছেন তিনি।  এমনকি এদিন দেখা যায় রাগের মাথায় সত্যিটা প্রায় বলেও দিচ্ছিলেন লাবণ্য। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে লাবণ্য সূর্যের গালে সপাটে চড় কষানোয় বিরাট খুশি হয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥