• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও এক কাহিনী, সোনা-রুপাকে নিয়ে দীপা ফিরতেই সূর্যকে কুমন্ত্রণা মিশকার! ফাঁস আগাম পর্ব

Published on:

Anurager Chhowa serial Deepa comeback in Sengupta house upcoming episode reveal

Anurager Chowa today Episode Update: একটানা ২৭ বার বেঙ্গল টপার হয়ে নতুন রেকর্ড গড়েছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এই সিরিয়ালটির যারা নিয়মিত দর্শক তারা জানেন, যতই সময় এগোচ্ছে ততই যেন এই সিরিয়ালের প্রতি দর্শকদের আকর্ষণ বেড়ে চলেছে প্রতিনিয়ত। তাই দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই ধারাবাহিকে নিয়ে আসা হচ্ছে একের পর এক নতুন চমক।

যদিও নায়ক নায়িকার সূর্য-দীপার (Surjo-Deepa) গল্পটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গাতে। বার বার মিশকার মগজ ধোলাইয়ে দীপাকেই দোষী ভাবছে সূর্য। আর যাচ্ছেতাই ভাবে দীপাকে অপমান করে চলেছে সে। সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তারা জানেন এই মুহূর্তে এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ সূর্য-দীপার  দুই জমজ মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সেনগুপ্ত বাড়ি,Sengupta House,কামব্যাক,Comeback,লাবণ্য,Labonyo,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

মূলত তাদের জন্যই এখনও এই সিরিয়ালটি দেখছেন দর্শক। গত পর্বেই দেখা গিয়েছে নিজেকে অনাথ ভাবার  পর থেকেই মা-বাবার কথা ভেবে ভেবেই অসুস্থ হয়ে পড়েছে ছোট্ট সোনা। তাই একসময় যে বাবা অর্থাৎ সূর্য অন্ত প্রাণ ছিল সোনা, এখন তাকেই একেবারে সহ্য করতে পারছে না সে। আর এইসবের জন্যও সূর্য বারবার দায়ী করছে দীপাকেই।

অন্যদিকে সোনা অসুস্থ অবস্থাতেও ফুলমা অর্থাৎ দিপাকে কিছুতেই কাছ ছাড়া করতে চাইছে না। এরই মধ্যে ফাঁস হয়েছে সিরিয়ালের আগাম পর্ব। জানা আছে আজকের পর্বে দেখা যাবে সোনা-রুপার মুখের দিকে তাকিয়ে এবং  শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্তের অনুরোধে অবশেষে শ্বশুরবাড়িতে ফেরত আসবে দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সেনগুপ্ত বাড়ি,Sengupta House,কামব্যাক,Comeback,লাবণ্য,Labonyo,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু মেয়েদের মুখ মেয়েদের মুখের দিকে তাকিয়ে শ্বশুরবাড়ি আসলেও দীপার মনে ভয় কাজ করছে সূর্যের কি প্রতিক্রিয়া হবে সে কথা ভেবেই! অন্যদিকে বহুদিন পর দীপা ফিরে আসায় সেনগুপ্ত বাড়িতে একেবারে উৎসবের পরিবেশ। একদিকে সোনা রুপা আনন্দে নাচ করছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সেনগুপ্ত বাড়ি,Sengupta House,কামব্যাক,Comeback,লাবণ্য,Labonyo,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

তো অন্যদিকে দীপা আর উর্মি গান গাইতে গাইতে ঠাকুরের আরতি করতে ব্যস্ত। এখন দেখার সোনা রুপার কথা ভেবে সূর্যও এবার দিপাকে মেনে নেয় নাকি মিশকার মগজ ধোলাইয়ে আবারও দীপাকেই ভুল বুঝে রাগের মাথায় সব আবার লন্ডভন্ড করে দেয়!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥