• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনার মা হয়ে পর্দায় ফিরছে দেবীনা! আগাম ট্র্যাক ফাঁস হতেই শোরগোল নেটপাড়ায়

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,সোনা,Sona,নতুন মা,New Mother,নতুন চরিত্র,New Charector,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,দেবিনা,Debina,দর্শকদের অনুমান,Audience Predict

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভক্ত অথচ স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখেন না বাংলা জুড়ে এমন দর্শক খুঁজলেও বোধ হয় হয় পাওয়া যাবে না। এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপাকে (Surjo-Deepa) তো সারাক্ষণ চোখে হারাচ্ছেন দর্শক।

এমনিতেই এই সিরিয়ালের একঘেয়ে গল্প দেখে ভীষণ বিরক্ত দর্শক। নায়ক নায়িকা সূর্য-দীপার মিল দেখার জন্য যখন দর্শকরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন ঠিক তখনই সিরিয়ালে একের পর এক নিত্য নতুন চমক আনতেই ব্যস্ত এই সিরিয়ালের নির্মাতারা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,সোনা,Sona,নতুন মা,New Mother,নতুন চরিত্র,New Charector,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,দেবিনা,Debina,দর্শকদের অনুমান,Audience Predict

যার ফলে তার হাতে গরম প্রভাব পড়ছে টিআরপি তালিকাতেও। এই যেমন চলতি  সপ্তাহেই  আবার ‘বেঙ্গল টপার’-এর  সিংহাসন ছাড়া হয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে অনুরাগের ছোঁয়া। এরই মধ্যে সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের একটি প্রোমোতে দর্শক দেখেছেন অনুরাগের ছোঁয়াতে আসতে চলেছে আরো একজন নতুন চরিত্র।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,সোনা,Sona,নতুন মা,New Mother,নতুন চরিত্র,New Charector,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,দেবিনা,Debina,দর্শকদের অনুমান,Audience Predict

ছোট্ট সোনার জীবনে মায়ের প্রয়োজনীয়তার কথা ভেবে অবশেষে তার জন্য একজন মা নিয়ে এসেছে সূর্য। তবে প্রোমোতে এই নতুন অভিনেত্রীর মুখ দেখা যায়নি এখনও। কিন্তু আড়ালে থাকা অনুরাগের ছোঁয়ার এই নতুন অভিনেত্রী কে হতে চলেছেন তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,সোনা,Sona,নতুন মা,New Mother,নতুন চরিত্র,New Charector,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,দেবিনা,Debina,দর্শকদের অনুমান,Audience Predict

সম্প্রতি এই সিরিয়ালের এমনই একদল অনুরাগী অনুমান করছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালে এই নতুন খলনায়িকা হয়ে আসতে চলেছেন ‘আয় তবে সহচরী’ সিরিয়ালের খলনায়িকা দেবিনা অভিনেত্রী কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas)।  যদিও এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তাই এটা শুধুমাত্র এই সিরিয়ালের অনুরাগীদের একাংশের অনুমান মাত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥