• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা-বাবার ঝামেলায় নষ্ট সোনা-রুপার শৈশব! ছোট বয়সে পাতা মেয়ের অভিনয় দেখে চোখে জল দর্শকদের

Updated on:

Anurager Chhowa serial audience praise Rupa's outstanding acting

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।  প্রতি সপ্তাহে একের পর এক ধামাকা এপিসোড এনে টিআরপি তালিকাতে যেমন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল, তেমনি দিনে দিনে দর্শকমহলেও বেড়ে চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা।

তবে মাঝে একঘেয়ে এপিসোড দেখিয়ে দর্শকদের ক্ষোভের মুখে পড়েছিলেন এই সিরিয়ালের নির্মাতারা।  যার ফলে এক ধাক্কায় কমে গিয়েছিল সিরিয়ালের টিআরপিও। তবে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে এই সিরিয়াল থেকে চোখ সরানোরই উপায় নেই। তাই এখন এই সিরিয়ালের প্রত্যেক পর্বেই থাকছে নিত্যনতুন চমক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Labonyo,লাবণ্য,Acting,অভিনয়,Praise,প্রশংসা,Audience,দর্শক

দর্শকদের কাছে এখন এই এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) ছাড়াও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই ছোট্ট মেয়ে সোনা রুপা (Sona-Rupa)। প্রায় প্রতিটি পর্বে তাদের দুজনের অভিনয় দেখে চোখে জল এসে যাচ্ছে দর্শকদের।

তেমনই গত পর্বেই দেখা গিয়েছে বাবার পরিচয় জানার পর বোন অর্থাৎ হিংসুকুটি সোনার আসল পরিচয় জেনে গিয়েছে রুপা। ছোট্ট রুপার করা প্রশ্নে শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাকে সত্যিটা বলে দিয়েছে দীপা। অনুরাগের ছোঁয়ার গতকালের এই পর্ব দেখেন আরো একবার আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Labonyo,লাবণ্য,Acting,অভিনয়,Praise,প্রশংসা,Audience,দর্শক

সিরিয়ালে ছোট্ট রুপা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিশুশিল্পী সৃষ্টি মজুমদার। এইটুকু বসে রুপার চরিত্রে তাঁর এত পরিণত অভিনয় দেখে প্রত্যেকটা দিন অবাক হয়ে যাচ্ছেন দর্শক। বিশেষ করে গতকালের এপিসোডে  সৃষ্টির অভিনয় দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Labonyo,লাবণ্য,Acting,অভিনয়,Praise,প্রশংসা,Audience,দর্শক

এইটুকু বয়সে এই শিশু শিল্পীর অভিনয় প্রতিভা দেখে তার প্রশংসা করে এক দর্শক লিখেছেন ‘খেতে বসে ফোনে দেখছিলাম “অনুরাগের ছোঁয়া”। গলা দিয়ে যেন আর খাবার নামছিল না। এটুকু বাচ্চা মেয়ে সহ এদের অভিনয় আর গল্পের এমন জটিলতা যে চোখের জল আটকাতে পারিনি আজ। এই টুকু একটা মেয়ের কতো কষ্ট কতো ম্যাচুরিটি দেখাচ্ছে ভাবনার বাইরে। বেঙ্গল টপার এমনি এমনি হয়না অনুরাগের ছোঁয়া’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥