• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা তোমাকে সরি বলবেই! বাবার পরিচয় জানতেই মায়ের জন্য নতুন চ্যালেঞ্জ রুপার

Published on:

Anurager Chhowa Surjo Deepa Rupa New Twist

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিটি পর্বের খুঁটিনাটি আপডেট নখদর্পণে থাকে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপাকে (Surjo-Deepa) তো এককথায় চোখে হারায় দর্শক।

বহুদিন ধরেই তাদের মিল দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই। কিন্তু দিনের পর দিন এই সিরিয়ালের গল্প যেভাবে এগোচ্ছে তাতে সূর্য-দীপার মিল হওয়া তো দূরের কথা উল্টে আরও বিগড়ে যাচ্ছে সবকিছু। বারবার কোন না কোন ভাবেই দীপার বিরুদ্ধে সূর্যকে ভুল বুঝিয়ে চলেছে মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

আর সূর্যও অন্ধের মত ঠিক ভুল বিচার না করে সে সব কথা বিশ্বাস করে নিচ্ছে। তবে বিগত কয়েকদিন ধরেই বিশেষ করে আদালতের নির্দেশে এক ছাদের তলায় যবে থেকে তারা আবার একসাথে থাকতে শুরু করেছে তবে থেকেই তাঁদের মিল হওয়ার সম্ভাবনা দেখেই আনন্দে লাফাচ্ছিলেন দর্শকরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু আরও  একবার মিশকার চালে তবলার মুখোশ খুলে যাওয়ায় বিনা দোষে  ফেঁসে গিয়েছে দীপা। সূর্য আবার অকারণে  তাকে ভুল বুঝতে শুরু করে। কিন্তু এবার দীপারও সহ্যের  বাঁধ ভেঙে যায়। সে সূর্যকে স্পষ্ট জানিয়ে দেয়। ছ’মাস কেন ছ’হাজার বছর একসাথে থাকলেও সে সূর্যকে ডিভোর্স দেবে না। তাই সে সূর্যকে তার বাড়ি থেকে চলে যেতে বলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

আর সূর্য মিশকাকে নিয়ে চলে যেতে ই সেখানে এসে উপস্থিত হয় সোনা-রুপা। কিন্তু সূর্যের ব্যবহারে দীপা এতটাই কষ্ট পেয়েছিল যে রুপা এদিন আবার দীপার কাছে তার বাবার পরিচয় জানতে চাইলে রুপার সাথে খুবই খারাপ ব্যবহার করে দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু মায়ের কষ্ট দেখে ছোট্ট রুপাও মনে মনে ঠিক করে নিয়েছে সে তার বাবাকে যে করাই হোক খুঁজে বার করবে। ছোট হলেও সে বুঝতে পারে তার মা, বাবার জন্যই এত কষ্ট পাচ্ছে। তাই রুপা ঠিক করে সে নিজেই তার বাবাকে খুঁজে বের করবে এবং বাবাকে দিয়েই মাকে সরি বলাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥