• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অমরা শুধু বোন নই জমজ বোন! রথযাত্রায় সত্যের মুখোমুখি সূর্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chhowa Rupa reveal that sona is her twin sister

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রতিদিনই দর্শকমহলে বেড়ে চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। এই সিরিয়ালে দৌলতেই ইতিমধ্যেই একাধিক পুরস্কার পেয়েছেন এই সিরিয়ালে সমস্ত কলা কুশলীরা।

এই ধারাবাহিকের নায়ক নায়িকা থেকে শুরু করে খলনায়িকা সকলেই সমান জনপ্রিয় দর্শকমহলে। তবে এই মুহূর্তে এই ধারাবাহিকে দর্শকদের খুশির ঠিকানা নেই, কারণ এখন সপ্তাহে সাত দিনই সম্প্রচারিত হচ্ছে এই জনপ্রিয় মেগা সিরিয়াল। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে এই সিরিয়াল থেকে চোখ সরানোরই উপায় নেই। তাই এখন এই ধারাবাহিকের প্রত্যেক পর্বেই থাকছে নিত্যনতুন চমক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,বন্ধন,Bondingরক্তের সম্পর্ক,Blood Relation,রথযাত্রা,Rathyatra,নতুন চমক,New Twist

তবে বহুদিন ধরেই নায়ক-নায়িকা সূর্য দীপার (Surjo-Deepa) মিল দেখার অপেক্ষায় এবার রীতিমতো বিরক্ত হতে শুরু করেছেন দর্শক। তাই এখন এই এই সিরিয়ালের দর্শকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাঁদের দুই ছোট্ট মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)। প্রায় প্রতিটি পর্বে তাদের দুজনের অভিনয় দেখে চোখে জল এসে যাচ্ছে দর্শকদের।

গতকাল রাজ্যজুড়ে সব জায়গাতেই ধুমধাম করে পালন করা হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। নিজের নিজের বাড়িতে ছোটরা সবাই টান দিয়েছে রথের দড়িতে। গতকাল জগন্নাথ দেবের এই রথযাত্রার ঝলক দেখা গিয়েছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালেও। সূর্য-দীপা, সোনা-রুপা সহ সেনগুপ্ত বাড়ির সকলেই মেতে উঠেছিলেন রথযাত্রার উৎসবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,বন্ধন,Bondingরক্তের সম্পর্ক,Blood Relation,রথযাত্রা,Rathyatra,নতুন চমক,New Twist

সেখানেই গতকাল দেখা যায় সোনা রুপা রাস্তায় রথ নিয়ে বের হলে একদল বাচ্চা ছেলে বদমাইশি করে সোনাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এটা দেখেই দিদিভাই লাবণ্য সেনগুপ্তের মতোই মুহূর্তের মধ্যে মাথায় রক্ত উঠে যায় রুপার।

হিংসুকুটিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ায় ওই বদমাশ ছেলে গুলোকে উচিত শিক্ষা দিতে ছুটে গিয়ে তাদের পাল্টা ধাক্কা দেয় রুপা। দেখা যায় ছেলেগুলোর সাথে ঝগড়া করার সময় রুপার মুখ দিয়ে বেরিয়ে যায় আসল সত্যি কথাটা।  সে বলে দেয় সোনা শুধু তার নিজের বোনই নয়, জমজ বোন। আর কেউ যদি তার হিংসুকুটির ক্ষতি করে তাহলে রুপা অনেক খারাপ হতে পারে বলেও জানিয়ে দেয় সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥