• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাগ্যের পরিহাসে আলাদা সূর্য-দীপা, মায়ের কষ্টে কাঁদছে রুপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে রাজ করছে একটাই সিরিয়াল,তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। দর্শকদের মনোরঞ্জনকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে এখন সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ৭ দিনই দেখানো হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক।

তবে একটানা একঘেয়ে সিরিয়াল দেখে রীতিমতো বিরক্ত দর্শক। একদিকে দর্শকরা চাইছেন নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deppa) মিল দেখতে। কিন্তু দর্শকদের মনের ইচ্ছা তো পূরণ হচ্ছেই না, উল্টে সূর্য দীপাকে বারবার শুধু ভুলই বুঝে যাচ্ছে। আর তাতে এখন এই সিরিয়ালের ওপর চটে লাল দর্শকদের একটা বড় অংশ। চলতি সপ্তাহে যার ছাপ পড়েছে সিরিয়ালের টিআরপি তালিকাতেও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

লাগাতার একঘয়েয়ে গল্প দেখিয়ে ইতিমধ্যেই বেঙ্গল টপারের সিংহাসন হাতছাড়া হয়েছে অনুরাগের ছোঁয়ার। তবে এই সিরিয়ালে এখনও পর্যন্ত সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝির না মিটলেও ইতিমধ্যেই ধারাবাহিকে এসেছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে দীপার বোন উর্মি মা হওয়ার পর থেকেই আচমকা বদলে গিয়েছে দীপার প্রতি তার আচরণ। এছাড়া নতুন সদস্যকে ঘিরেই এখন সেনগুপ্ত বাড়িতে খুশির হওয়া।

ছোট্ট সোনা রুপাও এখন পেয়ে গিয়েছে তাদের খেলার নতুন সঙ্গী। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে প্রথমবার বোনের ছেলের মুখ দেখার জন্য পুরনো গয়না নিয়ে সোনা কিনতে গিয়েছে দীপা। তাঁর সঙ্গী হয়েছে মেয়ে রুপা। অন্যদিকে সূর্যও সোনাকে নিয়ে গিয়েছে ওই একই দোকানে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু সেখানে গিয়ে সূর্য যখন উর্মীর ছেলের জন্য মোটা সোনার চেন এবং বালা পছন্দ করছিল তখন সেটা দূর থেকে দেখে রুপা মনে মনে ভাবতে শুরু করে ‘ডাক্তারবাবুর কাছে কত কিছু রয়েছে!’এরপর দেখা যাবে সোনা দীপার পছন্দ করে রাখা সোনার সরু চেন সূর্যকে দেখিয়ে জানায় সে ওটাই কিনতে চায়। তখন প্রতিবাদ করে রুপা এসে জানায় ওটা তার মা ভাইয়ের জন্য কিনবে বলে পছন্দ করে রেখেছে।

অন্যদিকে দোকানে দীপা যখন তার পুরনো গয়না দেখায় তখন সেখানে তাকে জানানো হয় ওই গয়না থেকে সে বেশি টাকা পাবে না। তখন দীপা ওই টাকা দিয়েই বাচ্চাদের একটা সোনার আংটি দেখে। দূর থেকে এই দৃশ্য দেখে মায়ের জন্য মন খারাপ হয়ে যায় ছোট্ট রুপার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥