• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট বয়সেই দুর্দান্ত অভিনয়, ‘অনুরাগের ছোঁয়া’ থেকেই সোজা ওয়েব সিরিজে পা রাখল ‘রুপা’

Published on:

Star Jalsha Bengali Serial Anurager Chhowa Rupa actress Srishti Majumdar Debut in Web Series
বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে জয়জয়কার শিশু শিল্পীদের (Child Artist)।  টিআরপি তালিকায়  এগিয়ে থাকার জন্যi দর্শক টানতে বাংলা সিরিয়াল গুলির মূল আকর্ষণ এখন এই শিশু শিল্পীরা। আর এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জগতে দর্শকদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছেন স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের দুই মিষ্টি শিশু শিল্পী সোনা আর রুপা (Sona-Rupa)।
টিভির পর্দায় তাদের আদো আদো কথা আর খুনসুটিতে সারাক্ষণ মজে থাকেন দর্শকরা। ধারাবাহিকে সূর্য-দীপার মিষ্টি মেয়ে রুপা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় শিশু শিল্পী সৃষ্টি মজুমদার (Srishti Majumdar)। এইটুকু বয়সেই তাঁর অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

Anurager Chhowa Sona Rupa Surjo Deepa New Promo

প্রসঙ্গত দর্শকরা জানেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি লিপ নেওয়ার পর থেকেই এই সিরিয়ালে রুপার মিষ্টি অভিনয় আর পাকা পাকার কথার ফ্যান হয়ে গিয়েছেন গোটা বাংলার দর্শক। এখন এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণই হলেন ছোট্ট সোনা-রুপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,রুপা,Rupa,সৃষ্টি মজুমদার,Srishti Majumdar,ওয়েব সিরিজ,Web Series,Hoichoi Tv,নষ্টনীড়,Nastaneer,সন্দীপ্তা সেন,Sandipta Sen,সৌম্য ব্যানার্জী,Shoumo Banerjee,কবীর,Kabir,হইচই টিভি

এতোটুকু বয়সেই  সৃষ্টির নিঁখুত অভিনয় দেখে অনেকদিন আগেই দর্শকরা বলাবলি শুরু করেছিলেন এই মেয়ে বড় হয়ে অনেক ভালো একজন অভিনেত্রী হবেন। এবার দর্শকদের সেই কথাই সত্যি হতে চলেছে। এইটুকু বয়সেই সৃষ্টি অভিনয় করে ফেলেছেন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই টিভিতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,রুপা,Rupa,সৃষ্টি মজুমদার,Srishti Majumdar,ওয়েব সিরিজ,Web Series,Hoichoi Tv,নষ্টনীড়,Nastaneer,সন্দীপ্তা সেন,Sandipta Sen,সৌম্য ব্যানার্জী,Shoumo Banerjee,কবীর,Kabir,হইচই টিভি

আসন্ন ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’-এ অভিনয় করেছেন সৃষ্টি।  এই ওয়েব সিরিজটিতে জনপ্রিয় টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেনের মেয়ের চরিত্রে অভিনয় করেছে পর্দার রুপা। আর সবচেয়ে মজার বিষয় হল এই ধারাবাহিকের রুপার বাবার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি আর কেউ নন রূপার অন স্ক্রিন মামু। অর্থাৎঅনুরাগের ছোঁয়া সিরিয়ালের কবীর অভিনেতা সৌম্য ব্যানার্জী।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

এদিন সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে দর্শকমহলে। দর্শকরা সকলেই দুহাত ভরে আশীর্বাদ করেছেন ছোট্ট সৃষ্টি কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥