• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জুলু কাকু কি গাঁজা খেয়েছে? অনুরাগের ছোঁয়া দেখে দর্শক মেজাজ হারাতেই, সাফাই দিল স্টার জলসা

Published on:

Anurager Chhowa Old episode telecast audience got angry on Star Jalsha

স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) একটাও এপিসোড মিস করেন না বাংলা সিরিয়ালের দর্শকরা। তাই  প্রতিদিন ঘড়ির কাঁটায় সাড়ে নটা বাজতেই সবাই নিজেদের হাতের কাজ সেরে বসে পড়েন টিভির সামনে। কিন্তু শুক্রবার রাতে অনুরাগের ছোঁয়া শুরু হতেই দর্শকদের চোখ উঠলো কপালে। কারণ যে এপিসোড এদিন সম্প্রচার করা হয়েছে তা আসলে পুরনো এপিসোড।

আর হয় ভোল্টেজ ড্রামার নতুন এপিসোডের পরিবর্তে পুরনো এপিসোড টেলিকাস্ট করায় রেগে লাল দর্শকদের একটা বড় অংশ। আসলে প্রকাশ্যে আসা প্রমো অনুযায়ী কাল সিরিয়ালে এক বিরাট ধামাকা হওয়ার কথা ছিল।  যা টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার আগেই ওটিটি প্লাটফর্ম হটস্টারে দেখে ফেলেছেন অনুরাগের ছোঁয়ার দর্শকদের একটা বড় অংশ। কিন্তু তারপরেও টিভিতে এই সিরিয়ালটি টিভিতে দেখতে ভোলেন না কেউ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,পুরনো এপিসোড,Old Episode,ক্ষোভ,Anger,দর্শক,Audience,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,জবাব,Reply

কিন্তু শুক্রবার টিভি খুলতেই মাথায় হাত দর্শকদের।  কারণ এদিন যে এপিসোড টিভিতে সম্প্রচার হওয়ার কথা ছিল তা হয়নি। পরিবর্তে পুরনো একটি এপিসোড টেলিকাস্ট করা হয়েছে। প্রসঙ্গত চ্যানেলের তরফে প্রকাশ্যে আসা নতুন প্রমো এবং বর্তমান প্লট অনুযায়ী গতকাল টিভির পর্দায় যে এপিসোড দেখানোর কথা ছিল তাতে দেখা যাবে রত্না সোনাকে জানিয়ে দেবে যে সে সূর্যের নিজের মেয়ে নয়। সোনা আসলে অনাথ। ভাইয়ের যেমন নিজের মা-বাবা কাকি আর কাকাই তেমন নাকি তারকোনো নিজের  মা বাবা নেই।

যা নিয়েই তৈরি হবে নতুন জটিলতা।  কিন্তু এমন হাই ভোল্টেজ পর্ব গতকাল দেখানো হলো না চ্যানেলের তরফে। আর নির্দিষ্ট পর্ব টিভির পর্দায় দেখতে না পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনুরাগের ছোয়া সিরিয়ালের দর্শকরা। যার ফলে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আছড়ে পড়তে থাকে মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন ‘কিছু বলার নেই, একটা চ্যানেল তাদের বেঙ্গল টপার  সিরিয়ালের এপিসোড টেলিকাস্ট করতে এরকম ভুল কি করে করতে পারে?’

Anurager Chhowa new promo on air Rupa reveal the truth to Sona

আবার একজন লিখেছেন ‘কিছুই বুঝতে পারছি না, জলসায় অনুরাগের ছোঁয়ার পুরোনো এপিসোড কেন দেখাচ্ছে জুলু কাকু?’ তো কেউ আবার চরম কটাক্ষ করে লিখেছেন ‘জলসার আজ কি হলো গাজাঁ-টাজা খেলো নাকি অনুরাগ সেই জামাইষষ্ঠীর আগের পর্ব দেখাচ্ছে’। একের পর এক এমনই মন্তব্যে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া তখনই, তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে খোদ চ্যানেল কর্তৃপক্ষ।

কিছুক্ষণের মধ্যেই সাফাইও আসে চ্যানেলের তরফেও। প্রায় মধ্যরাতে স্টার জলসার  সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি বিবৃতি দিয়ে সেখানে জানানো হয় ‘যান্ত্রিক গোলযোগের কারণে অনুরাগের ছোঁয়ার ২৩ জুন শুক্রবার এর পর্ব সম্প্রচার করা সম্ভব হলো না । দেখুন অনুরাগের ছোঁয়ার ১ ঘণ্টার বিশেষ পর্ব আজ ২৪ জুন শনিবার ঠিক রাত ৯.৩০টা। আজ শনিবার ২৪ জুন হরগৌরী পাইস হোটেল দেখুন রাত ১০:৩০ এবং গাঁটছড়া দেখুন ঠিক রাত ১১:০০।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥