• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০ বছর এগোল গল্প, মায়ের হয়ে প্রতিশোধ নেবে ডাঃ রূপা সেনগুপ্ত! ধামাকা পর্ব ‘অনুরাগের ছোঁয়া’য়

Published on:

Anurager Chhowa new twist, Rupa will be a doctor in future and will join in Surjya Sengupta’s hospital Anurager Chhowa new twist, Rupa will be a doctor in future and will join in Surjya Sengupta’s hospital

স্টার জলসার (Star Jalsha) টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নিয়ে দর্শকমহলে চর্চার অন্ত নেই। সূর্য (Surjya)-দীপার সিরিয়াল দর্শকদের খুব পছন্দের। শুরু থেকেই এই ধারাবাহিককে ভালোবাসা দিয়ে আসছেন দর্শকরা। সোনা-রূপার (Rupa) এন্ট্রির পর থেকে সিরিয়ালের কাহিনী আরও জমজমাট হয়ে উঠেছে। তবে দর্শকদের একটাই আক্ষেপ, কিছুতেই মিল হচ্ছে না সূর্য-দীপার।

দীর্ঘ ৮ বছর ধরে একে অপরের থেকে দূরে থাকে সূর্য-দীপা। মাঝে বেশ কয়েকবার তাঁদের মধ্যেকার অভিমান একটু কমলেও, পরিস্থিতি আবার ঘুরে ফিরে সেই একই হয়ে যাচ্ছে। এসবের মাঝেই আবার সিরিয়ালে নতুন ট্র্যাক দেখানো শুরু হয়েছে। দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে সূর্য।

Anurager Chhowa, Surjo Deepa, Anurager Chhowa Surjo Deepa

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’য় দেখানো হয়েছে, সূর্যর পাঠানো ডিভোর্স পেপার দেখে ফেলেছে রূপা। এরপর সে যখন জানতে পারে, তাঁর বাবা তাঁর মাকে ছেড়ে দিতে চাইছে তখন সে ভেঙে পড়ে। এই হতাশার কারণে রূপার পরীক্ষাও খুব খারাপ হয়। পরীক্ষার খাতায় কিছুই লিখে আসতে পারেনি সে।

তবে পরে নিজের ভুল বুঝতে পারে রূপা এবং সেই সঙ্গেই সে দীপাকে কথা দেয় যে এবার থেকে সে ভালো ভাবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তাঁর মায়ের সকল দুঃখ দূর করবে। সেই সঙ্গেই দেখানো হয়েছে, সূর্যর প্রতি মনে মনে একটা চাপা রাগও তৈরি হয়েছে ছোট্ট রূপার। এবার জানা যাচ্ছে, শীঘ্রই ২০ বছর এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প।

Anurager Chhowa Surjo Deepa Rupa New Twist

আসলে অনেকদিন ধরে ‘অনুরাগের ছোঁয়া’য় এক ট্র্যাক দেখে দর্শকদের একাংশ বেশ বিরক্ত হয়ে গিয়েছেন। সূর্য-দীপার মিল দেখার জন্য অপেক্ষা করছেন তাঁরা, কিন্তু কিছুতেই সেই দিন আর আসছে না। তবে শোনা যাচ্ছে, দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ সিরিয়ালের গল্প এবার ২০ বছর এগিয়ে যেতে চলেছে।

জানা যাচ্ছে, ২০ বছর পর দেখানো হবে, সূর্যর মতো রূপাও একজন বড় ডাক্তার হয়ে গ্যিয়েছে। এরপর সে যোগ দেবে সূর্য হাসপাতালে। দু’দশক পর বাবা-মেয়ের সম্পর্ক কি সংঘাতের চেহারা নেবে নাকি সূর্য নিজের মেয়েকে চিনতে পেরে কাছে টেনে নেবে? দর্শকরা আশা করছেন, ২০ বছর পর সূর্য-দীপার সংসারে শান্তি আসবে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় ধারাবাহিকের গল্প।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥