বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের মনে এখন রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। এই ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) এখন বাংলা সিরিয়ালের অন্যতম পাওয়ার কাপল।
টিভির পর্দার এই হিট জুটিকে নিয়ে পাগলামি শেষ নেই অনুরাগীদের। তবে লাগাতার একঘেয়ে ট্র্যাক দেখে এই সিরিয়ালের দর্শকদের এখন একটাই ইচ্ছা, তা হল আর ইলাস্টিকের মতো গল্প না টেনে এবার সূর্য-দীপার মিল করানো হোক। আসলে বহুদিন ধরেই একঘেয়ে গল্প দেখে ক্লান্ত হয়ে পড়েছেন এই সিরিয়ালে দর্শকরা। ইতিমধ্যেই যার ছাপ পড়েছে সাপ্তাহিক টি আর পি তালিকাতেও।
দর্শকদের মনের মত গল্প না হওয়ায় ইতিমধ্যেই টিআরপি তালিকায় প্রথম স্থান প্রথম স্থান হাতছাড়া হয়েছে অনুরাগের ছোঁয়ার। তবে নিজেদের হারানো সিংহাসন ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন নির্মাতারাও। একটু একটু করে খুলতে শুরু করেছে এতদিনের সমস্ত রহস্যের জট।
গত পর্বেই দর্শক দেখেছেন মিশকার চালে সূর্য আবার দীপাকে ভুল বুঝে দীপার বাড়ি থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়ি ফিরে গিয়েছে। অন্যদিকে রুপা দীপার কাছে তার বাবার পরিচয় জানতে চাওয়ায় রুপার সাথে খুবই খারাপ ব্যবহার করে দীপা। এরপর ছোট্ট রুপা নিজের মনে মনে প্রতিজ্ঞা করেছে সে নিজেই নিজের বাবাকে খুঁজে বার করবে। আর মায়ের কাছে বাবাকে সরি বলতেও বাধ্য করবে।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগাম পর্ব। আগামী পর্বে দেখা যাবে রুপা একটা বাক্স খুঁজে পেয়েছে। সেই বাক্সের মধ্যেই বেশ কিছু পুরনো কাগজপত্রের সাথে রয়েছে দীপার একটা ডায়েরী। সেই ডায়েরীতাই রাখা দীপার আধার কার্ড। সেখানেই রুপা দেখে দীপার স্বামীর নামের জায়গায় লেখা রয়েছে সূর্য সেনগুপ্ত।
তখন রুপা মনে মনে চিন্তা করতে থাকে তাহলে কি ডাক্তার বাবুই আমার বাবা? এরপর আধারকার্ডে ঠিকানার জায়গায় দেখে কলকাতার ঠিকানা লেখা। তখন রূপা ভেবে তাহলে আমার বাবা বিদেশে নেই। হিংসুকুটির বাবাই তাহলে আমার বাবা? সব প্রশ্নের উত্তর জানতে আধার কার্ডে লেখা ঠিকানা খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে পরে রুপা। এখন দেখার সত্যিটা জানার পর পাতা মেয়ে আগামী দিনে কি করতে চলেছে?