• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপাকে মারতে গিয়ে আহত সূর্য, জেলের ঘানি টানবে মিশকা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকাদার পর্ব

Published on:

Anurager Chowa Mishka Hits Surja trying to kiil Deepa Dhamaka Episode

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowa) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিইবা বলার আছে!এখন বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) জনপ্রিয়তা রয়েছে আকাশ ছোঁয়া। সময়ের সাথে সাথেই যেন দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের প্রতি দর্শকদের ভালোবাসা।

সিরিয়ালের গত পর্বেই দেখা গিয়েছে, সাধু বেশে থাকা তবলার কাছে নাকানি-চোবানি খাওয়ার পর মিশকা ঠিক করে নিয়েছে এবার সূর্যকে নিজের করে পাওয়ার জন্য দীপাকে একেবারে প্রাণেই মেরে ফেলবে সে। তাই  টাকা দিয়ে মেকানিকের কাছ থেকে গাড়ির নাম্বার প্লেট নিয়ে নিজেই গাড়ি চালিয়ে দিপাকে মেরে ফেলার ছক কষেছে  মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chowa,সূর্য,Surjo,দীপা,Deepa,গাড়ি দুর্ঘটনা,Car Accident,মিশকা,Mishka,লাবণ্য,Labonyo,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন চমক,New Twist

আজকেই দেখা যাবে নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে রাস্তায় গাড়ি নিয়ে দীপার জন্য মরণ ফাঁদ পেতে  বসে থাকবে মিশকা। দীপা অটো থেকে নামতেই তাকে গাড়ি চাপা দেওয়ার জন্য এগিয়ে আসবে মিশকা শয়তানি। ঠিকতখনই পিছন দিক দিয়ে এসে দীপাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দেবে সূর্য। কিন্তু দীপাকে বাঁচাতে গিয়ে সূর্য নিজের পায়ে বড়সড়ো একটা চোট পাবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chowa,সূর্য,Surjo,দীপা,Deepa,গাড়ি দুর্ঘটনা,Car Accident,মিশকা,Mishka,লাবণ্য,Labonyo,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন চমক,New Twist

সূর্যের চোট লাগার দৃশ্য গাড়িতে বসে দেখে মিশকা মনে মনে ভাবতে থাকবে ‘এ আমি কি করলাম’! অন্যদিকে দীপা গাড়িতে থাকা মহিলার শাড়িটা দেখে ফেলবে দূর থেকে। এরপর আশেপাশের লোক জড়ো করে সূর্যকে হাসপাতালে নিয়ে আসবে সে । অন্যদিকে মিশকাও তখনই পড়িমড়ি করে হাসপাতালে এসে কান্নাকাটি শুরু করে দেবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chowa,সূর্য,Surjo,দীপা,Deepa,গাড়ি দুর্ঘটনা,Car Accident,মিশকা,Mishka,লাবণ্য,Labonyo,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন চমক,New Twist

ততক্ষনে মিশকার পরনে থাকা শাড়ি আর গাড়িতে থাকা মহিলার শাড়ি মিলিয়ে দেখতেই জলের মতো সবটা পরিষ্কার হয়ে যাবে দীপার কাছে। কিন্তু মিশকা নাটক করে, কান্নাকাটি করে সূর্যের সামনে আবারও ভালো হওয়ার চেষ্টা করবে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chowa,সূর্য,Surjo,দীপা,Deepa,গাড়ি দুর্ঘটনা,Car Accident,মিশকা,Mishka,লাবণ্য,Labonyo,আসন্ন পর্ব,Upcoming Episode,নতুন চমক,New Twist

ঠিক তখনই হাসপাতালে এসে পৌঁছাবে লাবণ্য আর প্রবীর। এরপর লাবণ্যকে সবটা বলে দীপা। যা শুনে লাবণ্য নিজেই মিশকার কাছে কৈফিয়ত চাইবে।  কিন্তু মিশকা না জানার ভ্যান করায় ছেলের অ্যাক্সিডেন্টের পিছনে কে আছে তার উত্তর জানতে পুলিশে ফোন করবে লাবণ্য। তাই মনে করা হচ্ছে এবার নিজের জালেই ফেঁসে গিয়ে পুলিশের কাছে ধরা পড়তে চলেছে মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥