• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় চাল মিশকার! অনুরাগের ছোঁয়ায় আসছে নকল সোনা, ফুলমার জন্য মন খারাপ হিংসুকুটির

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist,নকল সোনা,Duplicate Sona

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দর্শকদের নিত্য নতুন চমক দিতে প্রায় দিনই এই ধারাবাহিকে  থাকছে টানটান উত্তেজনায় ভরা হাইভোল্টেজ ড্রামা।

তাই ঘড়ির কাঁটায় প্রতিদিন রাত সাড়ে ন’টা বাজতেই হাতের সব কাজ সেরে সকলেই টিভির সামনে বসে পড়েন নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল দেখার আশায়। তবে প্রিয় জুটি সূর্য দীপা ছাড়াও এখন এই সিরিয়ালের দর্শকদের কাছে অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে এই সিরিয়ালের দুই খুদে সদস্য সোনা-রুপা (Sona-Rupa)।

Anurager Chhowa Surjo Deepa romance

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন দীপা ইতিমধ্যেই জেনে গিয়েছে হাসপাতালে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু কে তার সেই আর এক যমজ মেয়ে এখন সেই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে দীপা।সেইসাথে  ধারাবাহিকের মহাপর্বে দেখা গিয়েছে দীপা জেনে গিয়েছে মিশকার (Mishka) সাথে সূর্যের বিয়েই হয়নি।

Anurager Chhowa Surja takes rupa away from Deepa Viewers praise everyone's acting specially sona rupa

এই ভাবেই মিশকার এতদিন ধরে বিছানো ষড়যন্ত্রের জাল একটু একটু করে ছিঁড়তে শুরু করেছে। আই এইভাবে নিজেকে হারতে দেখে প্রচন্ড রাগে গা জ্বলছে মিশকার। দীপাকে আটকাতে রাগের মাথায় নানারকম ফন্দি আঁটতে শুরু করেছে সে। এমনকি দীপাকে একেবারে প্রাণে মেরে ফেলার কথাও ভেবেছে সে। এরইমধ্যে নতুন চমক নিয়ে এসে গেল অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো। সেখানেই ফাঁস হয়েছে এই ধারাবাহিকের আগাম পর্ব।

Anurager Chhowa Deepa Mishka New Promo 

যা দেখে জানা গিয়েছে এখনই শেষ হচ্ছে না মিশকার শয়তানি। এত কিছুর পরেও সূর্যকে পাওয়ার জন্যই নিয়তুন ফন্দি এঁটেছে সে। সন্তান এবং স্বামীর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলে সে। এসবের মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দীপার সাথে এক খুদে অভিনেত্রীর ছবি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,নতুন চমক,New Twist,নকল সোনা,Duplicate Sona

যা দেখে দর্শক বলছেন আগামী দিনে এই খুদে শিল্পীই অনুরাগের ছোঁয়ায় আসছেন নকল সোনা হয়ে। যদিও  এবিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে ভাইরাল ছবির কমেন্ট সেকশনে দর্শকদের একটা বড় অংশ দাবি করেছেন দীপার থেকে সোনাকে দূরে রাখতেই এমনটা করবে মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥