• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার মিশকাকেই তিলে তিলে শেষ করবে দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,নতুন পর্ব,New Episode,নতুন চোখ,New Twist

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মনজুরে এখন একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। লাগাতার ১৪ সপ্তাহ ধরে ‘বেঙ্গল টপার’ হয়ে এককথায় সেরার সেরা হয়ে উঠেছে এই সিরিয়াল।

এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনা। তাই এখন এই সিরিয়ালের একটাও এপিসোড মিস করেন না কেউ। তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা বাজলেই হাতের সব কাজ সেরে সবাই বসে পড়েন অনুরাগের ছোঁয়ার ধামাকা সব পর্ব দেখার জন্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,নতুন পর্ব,New Episode,নতুন চোখ,New Twist

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এতদিনে একটু একটু করে ছিঁড়তে শুরু করেছে মিশকার এতদিন ধরে বিছিয়ে রাখা ষড়যন্ত্রের জাল। এখন দীপা জানে রুপার মতোই সোনাও তাঁর আর এক যমজ মেয়ে। গতকালের পর্বেই দেখা গিয়েছে সূর্য দীপার ডিভোর্স আটকাতে  লাবণ্য বাধ্য হয়েই দীপাকে সব সত্যি জানিয়ে দিয়েছে।

এরপর দেখা যাবে ওই রাতেই দীপা সোনাকে আনার জন্য চলে যাবে সেনগুপ্ত বাড়িতে। কিন্তু সেখানে সূর্যের কথা বলে এদিনের মতো দীপাকে আটকে দে লাবণ্য আর প্রবীর। কিন্তু দীপাও তাদের সময়সীমা বেঁধে দেয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,নতুন পর্ব,New Episode,নতুন চোখ,New Twist

এরপর দেখা যায় দীপার থেকে ডিভোর্স পেপার নেয়ার জন্য মিশকা দীপার বাড়ি চলে যায়।  সেখানে গিয়ে টুকরো টুকরো করা ডিভোর্স পেপার দেখে প্রচন্ড রেগে যায় মিশকা। কিন্তু তখনকার মতো তাকে মোক্ষম জবাব দিয়ে আটকে দেয় রুপার মামী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,লাবণ্য,Labonyo,নতুন পর্ব,New Episode,নতুন চোখ,New Twist

এরপর বাড়ির বাইরেই দীপা মিশকার মুখোমুখি হয়। তবে এবার সত্যিটা জানার পর পাল্টা চলে মিশকাকে জব্দ করার জব্বর প্ল্যান করে দীপা। মিশকার সামনে নাটক করে দীপা বলতে শুরু করে ওই ডিভোর্চই পেপারে সে সই করেই দিয়েছিল কিন্তু তখনই লাবণ্য এসে সেই পেপার ছিঁড়ে দেয়। মিশকা দীপার সাথে এতদিন যা যা অন্যায় করেছে এবার তাকে তার শাস্তি দেওয়ার জন্য এবার মরিয়া দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥