• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিয়তির এ কেমন খেলা? আলাদা হচ্ছে সোনা-রুপা! আবারও বড় চমক ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্বে

Published on:

Anurager Chhowa new promo Surjo Deepa Sona Rupa

জনপ্রিয়তার দিক দিয়ে এই মুহূর্তে একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে স্টার জলসার বেঙ্গল টপার  সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। সারাদিনে টিভির পর্দায় এই সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাংলা সিরিয়ালের দর্শকদের। সকলেই এখন এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) বলতে অজ্ঞান।

দর্শকদের ভালোবাসায় প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়াল। লাগাতার বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিয়ে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। একটা সময় এই ধারাবাহিকের দর্শকদের কাছে মূল ইউএসপি ছিল তাদের প্রিয় ‘সুদীপা’ জুটির সুখী দাম্পত্য জীবন। যদিও ইদানিং তাদেরকেও দশ গোল দিচ্ছে তাঁদেরই দুই মিষ্টি মেয়ে সোনা-রুপা (Sona Rupa)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deeepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চমক,New Twist

তাদের নিয়েই সারাক্ষণ আলোচনা দর্শকমহলে। সপ্তাহজুড়ে দর্শকরা যেমন দুহাত ভরে ভালোবাসা দিয়ে চলেছেন এই ধারাবাহিককে। তেমনি এই সিরিয়ালের নির্মাতারাও দর্শকদের মনোরঞ্জন করতে কোথাও কোনো কমতি রাখছেন না। তাই প্রায় প্রতি সপ্তাহেই চমক থাকছে সিরিয়ালে। সদ্য সিরিয়ালে দেখা গিয়েছে সেনগুপ্ত বাড়িতে সূর্যের জন্মদিনের দিনেই সূর্য জেনে গিয়েছে দীপাই সোনার (Sona) ফুল মা (Ful Ma)।
Anurager Chhowa Sona

অন্যদিকে সোনার শরীর খারাপের খবর পেয়ে শুধুমাত্র লাবণ্যর নির্দেশে সেনগুপ্ত বাড়িতে এসেছে দীপা। কিন্তু দীপাকে দেখে আবারও প্রচন্ড রেগে যায় সূর্য। রাগের মাথায় আবারও আজেবাজে কথা বলে দীপাকে অপমান করতে শুরু সূর্য। এমনকি নিজের মা,বাবা,কাকা সহ পরিবারের বাকি সদস্যদেরও কথা শোনাতে ছাড়ে না সে। নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে সেনগুপ্ত বাড়ির দরজা দীপার জন্য একেবারে বন্ধ করতে ডিভোর্স দেবে সূর্য।

এরইমধ্যে প্রাকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন প্রোমো। সেখানে রেগে আগুন সূর্য তড়িঘড়ি ব্যাগ গোছাচ্ছে আর তার মা লাবণ্য তাঁকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। এরপরেই দেখা যাচ্ছে সোনার স্কুল থেকে টিসি নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে সূর্য। কিন্তু সোনা তার ফুলমাকে জড়িয়ে হাউহাউ করে কেঁদে চলেছে। অন্যদিকে মুখে ‘হিংসুকুটি’ বললেও সোনাকে ডাক্তারবাবুর সাথে অনেক দূরে চলে যেতে দেখে মন খারাপ হয়ে গিয়েছে ‘পাতা মেয়ে’ রুপারও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deeepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চমক,New Twist

প্রসঙ্গত অনুরাগের ছোঁয়ার এইখুদে সদস্যকে ইতিমধ্যেই বড্ড ভালোবেসে ফেলেছেন দর্শক। তাই তাদের চোখে জল দেখে মন ভালো নেই দর্শকদেরও। সেইসাথে সূর্যের একঘেয়ে ‘তাণ্ডব নৃত্য’ দেখে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন দর্শকদের একটা বড় অংশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥