• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমরা যমজ বোন, সূর্যের সামনেই সত্যিই জানালো ছোট্ট রুপা, টিভির আগেই ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Anurager Chhowa new promo on air Rupa reveal the truth to Sona

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বেঙ্গল টপার বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনা। চলতি সপ্তাহে টিআরপি তালিকাতেও  প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছে এই ধারাবাহিক। তবে এখন এই সিরিয়ালের দর্শকদের কাছে অন্যতম মূল আকর্ষণ নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) দুই মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)।

পর্দার এই দুই যমজ বোনই এখন বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় তারকা। টিভির পর্দায় প্রতিদিন তাঁদের  দেখার অপেক্ষাতেই থাকেন দর্শক। এই অল্পদিনের মধ্যেই দুই বোনের মধ্যে স্নেহের সম্পর্ক হয় সেটাই একেবারে জীবন্ত ভাবে ফুটিয়ে তুলেছেন তাঁরা। যা দেখে বারবার প্রশংসার ভরিয়ে দিয়েছেন দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,যমজ বোন,Twin Sister,নতুন প্রোমো,New Promo

কিন্তু এখনও পর্যন্ত তাদের মিল হওয়া তো দূরের কথা দিনের পর দিন দীপাকে অকারণে দোষারোপ করে চলেছে সূর্য। এরইমধ্যে গত পর্বেই দর্শক দেখেছেন সূর্যের দেওয়া ট্যাব মনের ভিতরে জমে থাকা কষ্ট থেকেই ফিরিয়ে দিয়ে ছোটো টমুখে  অনেক কথা শুনিয়ে দিয়েছে রুপা। আর এসবের জন্যও সূর্য আবার দায়ী করেছে দীপাকে।

শুধু তাই নয় দীপাকে সূর্য জানিয়েছে সে সত্যিই রুপার দায়িত্ব নিতে চায় কিন্তু তার একটাই শর্ত তাদের জীবনে দীপা থাকতে পারবে না। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে সোনা বলছে নিজেকে বলছে ‘আমি অনাথ?’

তখন বোনকে থামাতে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে রুপা বলেন ‘না হিংসুকুটি তুমি অনাথ নও, আমি তোমার নিজের বোন হই। রুপার মুখে এ কথা শুনে চমকে ওঠে সূর্য। আর রুপা সত্যিটা বলে ফেলায় পায়ের তলা থেকে মাটি সরে যায় দীপার। এখন দেখার এবার কোন দিকে মোড় নেয় এই ছোট্ট দুটো বাচ্চা মেয়ের জীবন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥