• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার বিয়ের ব্যবস্থা করল ছোট্ট সোনা-রুপা, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chhowa Surjo Deepa New Promo

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের পছন্দের সিরিয়াল এখন একটাই। তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। এই ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপাই (Surjo-Deepa) এখন বাংলা সিরিয়ালের অন্যতম হিট জুটি। টিভির পর্দায় তাঁদের একফ্রেমে দেখলেই পলক পড়ে না দর্শকদের।

তবে লাগাতার একঘেয়ে ট্র্যাক দেখে মাঝে এই সিরিয়ালের ওপর বিরক্ত হয়ে পড়েছিলেন দর্শকরাও। ইতিমধ্যেই যার ছাপ পড়েছে সাপ্তাহিক টি আর পি তালিকাতেও। যদিও চলতি সপ্তাহে টি আর পি তালিকায় আরও একবার নিজেদের হারানো সিংহাসন ফিরে পেয়েছে সূর্য দীপার অনুরাগের ছোঁয়া। তবে একথা ঠিক প্রিয় জুটি ‘সুদীপা’র মিল দেখার জন্য আর যেন তর সইছে না দর্শকদের।

Anurager Chhowa Surjo Deepa

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে অনুরাগের ছোঁয়ার এক নতুন ধামাকা প্রোমো (New Promo)। এই প্রমোতে দেখা যাচ্ছে সেনগুপ্ত বাড়িতে একেবারে খুশির আমেজ। ছোট্ট সোনা সূর্যের কপালে চন্দনের টিপ পরিয়ে দিয়েছে। আর মেয়ের কাণ্ড দেখে খুশি হয়ে সূর্য জিজ্ঞেস করে ‘কি করছো মা’?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,বিয়ে,Marriage,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চমক,New Twist

তখন সোনা বলে ‘তোমার বিয়ে দেব তো বাবা। তাই তোমাকে সাজিয়ে দিচ্ছি’। তখন সূর্য জানতে চায় ‘কার সাথে পুতুলের সাথে?’ তখন সোনা উত্তরে জানায় না ‘ফুল’মার সাথে। এর পরে দেখা যায় দীপাকে টানতে টানতে সেনগুপ্ত বাড়িতে নিয়ে এসেছে তাদের আরেক মেয়ে ছোট্ট রুপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,বিয়ে,Marriage,সোনা,Sona,রুপা,Rupa,নতুন প্রোমো,New Promo,নতুন চমক,New Twist

এরপর দেখা যায় সূর্যের পাশেই দীপাকেও  বসিয়ে দিয়েছে তাদের দুই মেয়ে। এই দৃশ্য দেখে লাবণ্য তার স্বামী প্রবীরের সাথে বলে ‘এ কি দেখছি প্রবীর? সত্যি মেয়েরা বাবা মাকে এক করে দিল?’ প্রসঙ্গত এই প্রোমোর ট্যাগ লাইনে লেখা হয়েছে ‘অনুরাগের ছোঁয়ায় কি আবার বাঁধা পড়বে, সূর্য দীপা?

এই প্রমো প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগের ছোঁয়ায় আরও একবার সূর্য-দীপার বিয়ে দেখার জন্য একেবারে আনন্দে লাফাচ্ছেন এই সিরিয়ালের অসংখ্য অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥