• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কঠিন সত্যের মুখোমুখি দীপা! যমজ সন্তানের সত্যি নিয়ে অনুরাগের ছোঁয়ায় আসছে বিরাট চমক

Published on:

Anurager Chhowa New Promo Deepa Twins Baby

ইদানিং প্রায় প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যা দেখে দর্শকরাও দুহাত ভরে ভালোবাসা দিচ্ছে এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের। তবে একথা ঠিক ধারাবাহিকে চমকের শেষ না থাকলেও নায়ক নায়িকার সূর্য-দীপার (Surjo-Deepa) মিল দেখার অপেক্ষয় আর ধৈর্য্য ধরতে পারছেন না দর্শক।

শুরু থেকেই টিভির পর্দায় এই মিষ্টি জুটির রোম্যান্স দেখলেই প্রাণ জুড়িয়ে যায় দর্শকদের। নিমেষের মধ্যে দূর হয়ে যায় সারাদিনের ক্লান্তি। তবে সূর্য দীপা ছাড়াও এখন এই ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠেছে তাঁদের দুই যমজ মেয়ে সোনা-রুপা। এখন এই ধারাবাহিকের একটাও পর্ব মিস করেন না দর্শক। আর তাছাড়া ইদানিং ধারাবাহিকের প্রায় প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনা।

স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,যমজ সন্তান,Twins Baby,নতুন প্রোমো,New Promo

সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তাঁরা জানেন ফুলমার সাথে একেবারে জড়িয়ে পড়েছে সোনা। সদ্য দার্জিলিং থেকে ছুটি কাটিয়ে ফেরার পরেই মেয়ে সোনাকে নিয়ে আমেরিকা চলে যাচ্ছিল সূর্য। কিন্তু এখন সোনার যা মনের অবস্থা তাতে  ফুলমার থেকে দূরে গেলেই অসুস্থ পড়ছে সে। তাই মেয়ের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়েই সোনাকে দীপার কাছে রেখে এসেছে সূর্য।

স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,যমজ সন্তান,Twins Baby,নতুন প্রোমো,New Promo

ফুলমার আদর যত্নে এখন অনেকটাই সেরে উঠেছে সোনা। কিন্তু সোনার খেয়াল রাখতে গিয়ে রুপার দিয়ে একেবারেই নজর দিতে পারছে না দীপা। চোখের সামনে মেক পেয়েও তাঁর কাছে যেতে পারছে না রুপা। বড়দের সত্যি-মিথ্যের লুকোচুরি খেলায় নিজের মাকেই ফুলমা বলতে হচ্ছে রুপাকে। এতেই স্বাভাবিকভাবেই খুব চাপ পড়ছে তার মনের ওপর।

স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,যমজ সন্তান,Twins Baby,নতুন প্রোমো,New Promo

নিজের মাকেই ফুলমা বলতে বলতে কান্ত হয়ে পড়েছে সে। ইতিমধ্যেই দেখা গিয়েছে রুপা নিজের মুখে দীপাকে বলেছে তার এসব আর ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। এসবের মধ্যেই জানা যাচ্ছে আগামী পর্বে না খেয়ে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়বে রুপা। আর তাকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে সূর্য জেনে যায় রুপা আসলে দীপারই মেয়ে।

সেইসাথে প্রকাশ্যে সিরিয়ালের নতুন এক ধামাকাদার প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে এক কঠিন সত্যের মুখোমুখি হতে চলেছে দীপা। হাসপাতালে একজন মহিলা ডাক্তার  দীপাকে জানায় সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু দীপা জানায় তার কাছে তো শুধু তার রুপাই আছে। এরপর দেখা যায় সূর্যের কোলে হাসিমুখে ঘুরে বেড়াচ্ছে তার দুই মেয়ে সোনা রুপা। তখন দীপা ছুটতে ছুটতে আসে সূর্যর কাছে। এখন দেখার দীপা কি জানতে পারবে সোনাই তার আর এক মেয়ে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥