• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভগবানের মার শেষ রাতে! মিশকাকে হাতে নাতে ধরবে সূর্য, ফাঁস আজকের ধামাকা পর্ব

Published on:

Anurager Chhowa Mishka Surjo New Twist

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। বেঙ্গল টপার এই ধারাবাহিকের প্রতিটি পর্বেই এখন  চলছে জমজমাট পর্ব। প্রসঙ্গত শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপা-র (Surjo-Deepa) মিল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

এইভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল ছ মাসের বেশি সময়। কিন্তু এই দীর্ঘ সময়ে সূর্য- দীপার মিল হওয়া তো দূরের কথা উপরন্ত ইলেকট্রিকের মতো টানতে টানতে এগিয়ে চলেছে এই সিরিয়ালের গল্প। তবে এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে টানটান উত্তেজনা।

Star Jalsha bengali Serial Anurager Chowa Deepa's Sister sorry for all mistakes after becaming mother

তাই এখন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের একটাও এপিসোড মিস করেন না দর্শক। ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েইএখন রয়েছে  একের পর এক হাইভোল্টেজ সব ড্রামা। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সেনগুপ্ত পরিবারে এখন খুশির হাওয়া।

সদ্য মা হয়েছে এই পরিবারের ছোট বউ উর্মি  তথা দীপার বোন। গত দর্শক দেখেছেন দীপা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রক্ত দিয়ে প্রাণে বাঁচিয়েছিল উর্মিকে। আর এরপর দেখা যায় ছেলে হওয়ার পর থেকেই উর্মির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এক বিরাট পরিবর্তন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishkaনতুন চমক,New Twist,সত্য উদঘাটন,Truth Reveal

সন্তানের মা হওয়ার পর থেকেই দীপাকে ‘দিদি’ বলে কাছে ডেকে কাছে টেনে নিয়েছে উর্মি। অন্যদিকে মিশকার চক্রান্ত ফাঁস করতে গিয়ে আবারও সূর্যের কাছে ভুল প্রমাণিত হয়েছে দীপা। কিন্তু এবার জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি সূর্যের সামনে খুলে যাবে মিশকার মুখোশ।

আগামী পর্বে দেখা যাবে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর সোনার জন্য নতুন মায়ের ব্যবস্থা করতে মিশকার সাথে আলোচনা করতে হাসপাতালে ফিরে যাবে সূর্য। সেখানে গিয়েই ডাক্তারের সাথে মিশকাকে কথা বলতে শুনে নেবে সূর্য। যেখানে মিশকা ডাক্তারদের বলবে ‘আপনি সময় মতো ইনজেকশনটা পাল্টে দিয়েছেন তাই আমি বড় বিপদ থেকে রক্ষা পেলাম। এরপরে কোন দরকার পড়লে আপনার সাহায্য পাব আশা করছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥