• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপাকে আলাদা করতে আবারও নতুন ফন্দি মিশকার! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Updated on:

Anurager Chhowa Mishka Deepa New Twist

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে একেবারে টপে রয়েছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রত্যেক সপ্তাহে টি আর পি তালিকাতেও নিয়মিত বেঙ্গল টপার হয়ে তাক লাগিয়ে দিচ্ছে এই সিরিয়াল।

সময়ের সাথে দর্শকমহলেও বেড়ে চলেছে এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিষ্টি রসায়ন।সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন ঝড়ের বেগে এগোচ্ছে এই  ধারাবাহিকের প্রতিটা পর্ব।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ষ্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,ছদ্মবেশ,Disguise,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcoming Episode

নববর্ষের দিন দীপার হাতে সূর্যের ডিভোর্স পেপার তুলে দেওয়া থেকে, অসুস্থ দীপার হাসপালে ভর্তি এবং তারপর কোর্টরুমে মামলা চলাকালীন সাবাল জবাব পর্ব বিশেষ করে মিশকার মুখে ঝামা  ঘষে সূর্য যেভাবে বারবার দীপার সম্মান বাঁচিয়েছে তা চুটিয়ে উপভোগ করেছেন দর্শক।
বাংলা সিরিয়াল,Bengali Serial,ষ্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,ছদ্মবেশ,Disguise,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcoming Episode
সব মিলিয়ে এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে নিত্যনতুন চমক। তাই এখন অনুরাগের ছোঁয়ার একটা এপিসোডও মিস করেন না দর্শক। সূর্য দীপার মিল দেখার অপেক্ষাতেই প্রতিদিন ঘড়ির কাঁটায় সাড়ে ৯টা বাজতেই হাতের সব কাজ সেরে সবাই বসে পড়েন টিভির সামনে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,ষ্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,ছদ্মবেশ,Disguise,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcoming Episode
শুরু থেকেই দেখা যাচ্ছে সূর্য দীপার ভালোবাসার বারবার সামনে মুখ থুবড়ে পড়ছে শয়তান মিশকা। আর এবার বিচারকের নির্দেশে৬ মাস এক ছাদের তলায় থাকবে সূর্য দীপা। যা শোনার পর থেকেই মিশকার রাগ যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু দীপার মোবাইলে যেহেতু তার  সব কুকীর্তির রেকর্ড আছে তাই রীতিমতো ভয়ে রয়েছে মিশকা।

আর এবার সেই প্রমাণ লোপাটের জন্য নতুন ছদ্মবেশ নিতে চলেছে মিশকা। আজকের পর্বেই দেখা যাবে বিগ পরে মুখে মেকআপ করে মিশকা নেবে নতুন ছদ্মবেশ।  যা দেখে দর্শক বলছেন মিশকা আন্টি এবার মিশকা বুড়ি হয়েছে। তবে এখন দেখার সূর্য আসার আগেই মিশকা দীপার ফোন থেকে সমস্ত প্রমাণ লোপাট করতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥