• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার মিলনে আবারও বাঁধা? নতুন ফন্দি সফল হতেই অট্টহাসি মিশকার, ফাঁস ধামাকা পর্ব

Published on:

Anurager Chowa Mishka Deletes all Recording from Deepa's Phone

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের মন জুড়ে এখন একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যদিও এদিন জি বাংলার জগদ্ধাত্রীর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে একটুর জন্য পিছিয়ে পড়ায় হাতছাড়া হয়েছে সেরার সিংহাসন।

যদিও এর কারণ হিসাবে দর্শকরা দাবি করছেন বহুদিন ধরে চলতে থাকা সিরিযালের একঘেয়ে ট্র্যাক। বার বার সূর্য যেভাবে দীপাকে ভুল বুঝছে তাতে রীতিমতো বিরক্ত দর্শক। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপার মিল দেখার অপেক্ষায় যেন আর তর সইছে দর্শকদের। তাই অনেকেই বলছেন টিআরপি তালিকায় এই সাময়িক ঝটকাটা বোধ হয় খুবই প্রয়োজন ছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,মিশকা,Mishka,রেকর্ডিং,Recordings,ডিলিট,Delete,মোবাইল,Mobile

তবে এবার দর্শকদের দিলখুশ করতে কোমর কষেছেন এই সিরিয়ালের নির্মাতারাও। দর্শকদের মনের ক্লান্তি দূর করতে এবার ধারাবাহিকে আসছে আরো এক ঝাঁক নতুন চমক। সবেমাত্র কোর্টে বিচারপতির রায় শুনে খুশি হয়েছিলেন দর্শক। তাই বিচারকের নির্দেশ মতোই এবার সূর্য-দীপকে ছ’মাস একছাদের তলায় থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Surjya Deepa will stay together for 6 months, other side Surjya hits Mishka, Anurager Chhowa lastet episode revealed

আদালতে সূর্য যেভাবে দীপাকে আগলে রেখেছিল,আর বারবার তাকে অসম্মান হওয়ার হাত থেকে বাঁচিয়ে ছিল তা দেখে বিচারপতির মনে হয়েছে তাদের মধ্যে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তাই এই পর্ব দেখে দর্শক যতটা খুশি হয়েছিলেন ঠিক তার পরের পর্বেই মিশকার নতুন ষড়যন্ত্র দেখে ততটাই ক্ষোভে ফেটে পড়েছেন। আসলে এই পর্বে দেখা গিয়েছে দীপার ফোন থেকে সমস্ত রেকর্ডিং ডিলিট করার জন্য ছদ্মবেশ নিয়ে দীপার এলাকায় গিয়েছিল মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,মিশকা,Mishka,রেকর্ডিং,Recordings,ডিলিট,Delete,মোবাইল,Mobile

সেখানে গিয়ে দীপার মোবাইল থেকে ফোন করার নাম করে সমস্ত রেকর্ডিং ডিলিট করে দিয়েছে মিশকা। দীপা এখনও তাঁর শয়তানি ধরতে না পারলেও বুঝতে পেরেছে ওই বয়স্ক মহিলার  ছদ্মবেশে থাকা বৃদ্ধা আসলে মিশকা। কিন্তু সে কেন ফোন করার নাম করে তার ফোনটা নিয়েছিল তা এখনও বুঝে উঠতে পারিনি দীপা।  অন্যদিকে দীপার ফোন থেকে প্রমাণ লোপাট করে অট্টহাসিতে ফেটে পড়েছে মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,মিশকা,Mishka,রেকর্ডিং,Recordings,ডিলিট,Delete,মোবাইল,Mobile

যদিও মিশকা যতই হাসুক না কেন দীপার কাছে এখনও প্রমাণ হিসেবে রয়েছে তবলার ফোনের সমস্ত রেকর্ডিং এবং স্বয়ং কবীর। এরইমধ্যে জানা যাচ্ছে ধারাবাহিকের আগামী পর্বে আসছে বিরাট চমক। আগামীদিনে দেখা যাবে আবার নতুন করে সংসার শুরু করবে সূর্য দীপা। আর একসাথে থাকতে থাকতেই তাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। শুদু তাই নয় তবলা আর কবিরের সাহায্য নিয়ে দীপা মিশকার সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে তাকে জেলে পাঠাবে। ধারাবাহিকের এই আগাম পর্ব দেখার জন্য সিরিয়ালের অনুরাগীরা এখন থেকেই দারুন উচ্ছাসিত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥