• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক আজ শয়তানি মিশকা! ধরতে পেরেই অবাক নেটপাড়া

Published on:

Anurager Chowa Villian Mishka Actress Ahana Dutta was Little Jhilik in Maa Serial

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) খলনায়িকা মিশকার (Mishka) চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। ভিলেন হলেও তাঁর অভিনয় দারুণ পছন্দ দর্শকদের। মিশকাকে কয়েকদিন সিরিয়ালে দেখা না গেলেই তাঁকে মিস করেন দর্শকরা।

তবে আপনি কি জানেন, এখন থেকেই নয়, বরং খুব ছোট বয়স থেকেই অভিনয় করছেন অহনা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে ছোটবেলায় করা তাঁর সিরিয়ালের একটি ছবি। স্টার জলসারই একটি অত্যন্ত জনপ্রিয় সিরিয়ালে দেখা মিলেছিল অহনার। তবে তখন সে একেবারেই খুদে ছিল। কিন্তু এখন হঠাৎই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। যা দেখে একেবারে চমকে গিয়েছে নেটিজেনরা।

Anurager Chhowa Mishka, Ahona Dutta

বাংলা সিরিয়ালের ইতিহাসের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল স্টার জলসার ‘মা’ (Maa)। ঝিলিক এবং তাঁর মায়ের কাহিনী দর্শিত হয়েছিল সেখানে। খুব ছোট বয়সেই একটি মেলা থেকে হারিয়ে গিয়েছিল ঝিলিক (Jhilik)। অনেক বড় বাড়ির মেয়ে হলেও, ছোটবেলা কেটেছিল তাঁর দারিদ্র্যে। আর এই ছোট ঝিলিকের চরিত্রেই অভিনয় করেছিলেন অহনা।

Ahona Dutta in Maa serial, Ahona Dutta as Jhilik

‘মা’ সিরিয়ালের ঝিলিকের নাম শুনলেই দর্শকদের মাথায় প্রথমে অভিনেত্রী তিথি বসুর নামই মাথায় আসে। কিন্তু তিথি একা নন, ঝিলিকের ছোটবেলার চরিত্রে এবং বড়বেলার চরিত্রে অভিনয় করেছিলেন আরও দুই শিল্পী। একেবারে খুদে ঝিলিকের রোলেই নাকি অভিনয় করেছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা।

Anurager Chhowa Surjo Deepa Mishka Truth Reveal

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘মা’ সিরিয়ালে ঝিলিকের চরিত্রে এবং ‘অনুরাগের ছোঁয়া’ মিশকার সাজে অহনার দু’টি ছবি শেয়ার করেছেন একজন নেটাগরিক। ক্যাপশনে লিখেছেন, ‘মিশকার সেকাল আর একাল। খুব কিউট ছিল আমাদের অহনা। #মা, #অনুরাগের ছোঁয়া’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এই পোস্ট।

Ahona Dutta in Maa serial, Ahona Dutta as Jhilik

‘মা’ সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অহনার অভিনয় নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়ে গেলেও, খবরটির সত্যতা কতখানি তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। পুঁচকে ঝিলিকের চরিত্রে যে শিশু শিল্পী অভিনয় করেছিল সে আদৌ অহনা কিনা তাও নিশ্চিতভাবে জানা যায়নি। অনেকের মতে, নিজের পোস্টকে ভাইরাল করার জন্যই এমন দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥