• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুক্তি পেল দীপা! অভিনয় ছেড়ে রাতারাতি পেশাবদল ‘অনুরাগের ছোঁয়া’র মিশকার, ফাঁস হল ভিডিও

Published on:

Anurager Chhowa Mishka Ahana Dutta started own Youtube Channel

বাংলা সিরিয়াল দেখে অথচ অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) এর সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ষ্টার জলাসার (Star Jalsha) সবচাইতে জনপ্রিয় সিরিয়াল তো বটেই টার্গেট রেটিং পয়েন্টের তালিকাতেও বাকি সবাইকে টেক্কা দিয়ে প্রতিসপ্তাহে বেঙ্গল টপার হয় অনুরাগের ছোঁয়া। তবে সূর্য-দীপা ছাড়াও এই সিরিয়ালের এক অভিনেত্রীকে নিয়ে চর্চা চলছে সর্বদাই। হ্যাঁ ঠিক ধরেছেন, মিশকা অভিনেত্রী অহনা দত্ত এর কথাই বলছি।

নিয়মিত দর্শকেরা জানেন, সিরিয়ালের ট্র্যাক আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। সূর্য জানতে পেরে গেছে যে সোনা-রুপা তাঁর আর দীপার সন্তান। কিন্তু এত কিছুর পরেও সূর্যকে ছাড়তে নারাজ মিশকা। DNA টেস্টার জন্য নেওয়া সূর্যর স্পার্ম স্যাম্পেল নিয়ে নিজেই গর্ভবতী হয়ে গিয়েছে। আর এবার সূর্যের সন্তানের মা হতে চায় সে।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa exposes Mishka

দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে প্রতিটা পর্ব। কারণ যে মিশকাকে শুধু শয়তানি করতে দেখা যেত। এখন সে মা হওয়ার আগে রীতিমত পাগলে গিয়েছে। সম্প্রতি প্রকাশ পাওয়া টিআরপি তালিকাতেও জনপ্রিয়তা চোখে পড়ার মত। ৯.০ টিআরপি এসেছে এসপ্তাহে যেটা বাকিদের থেকে অনেকটাই বেশি।

আরও পড়ুনঃ রোজ রাতে শারীরিক অত্যাচার! শিমুলের অভিযোগে জেলে পরাগ, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মিশকা অভিনেত্রীর ভিডিও দেখে অনেকেই ভাবছেন হয়তো এবার পেশা বদলেছেন তিনি। তাহলে কি আর মিশকা চরিত্রে দেখা যাবে না অহনা দত্তকে? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে দর্শকদের মনে। এরম চরম একটা পর্বে এসে আসল ভিলেন যদি বেরিয়ে যায় তাহলে যে সিরিয়াল দেখার মজাটাই মাটি।

Anurager Chhowa Mishka, Ahona Dutta trolled, Ahona Dutta trolled on Independence Day

আসলে ব্যাপারটা ঠিক তেমন না। চিন্তার কোনো কারণ নেই, কেন?এর উত্তর হল অভিনেত্রী আসল নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নাম দিয়েছেন, ‘The Bong ঢং’। চ্যানেলে প্রেমিকের সাথে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে ইতিমধ্যেই ৬ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে জনপ্রিয়তার দৌলতে সাবস্ক্রাইবার বা ভিউ বাড়তে খুব একটা সময় লাগবে না।

প্রসঙ্গত, ‘অনুরাগে ছোঁয়া’র লেটেস্ট প্রোমোতে দেখা গিয়েছে সূর্য বন্ধু তুলে ধরেছে মিশকার দিকে। এরপর গুলি, তারপরেই জেলে সূর্য। অর্থাৎ রাগের মাথায় মিশকাকে গুলি করে জেলে সূর্য। এদিকে দেবীপক্ষ শুরুর আগেই স্বামীকে জেল থেকে ছাড়ানোর প্রতিজ্ঞা নিয়েছে দীপা। এবার আগামী দিনে কি হয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥