• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘এখনও সময় আছে ট্র্যাক পাল্টান’! মিশকার একঘেয়ে শয়তানি দেখে ছি ছি করছেন দর্শক

Published on:

Anurager Chhowa Deepa Mishka Rivalry Audience Angry

এই মুহূর্তে বাংলা জুড়ে সিরিয়াল প্রেমী দর্শকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম। তা হল স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। লাগাতার সেরার মুকুট ছিনিয়ে নিয়ে এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল। কাজে বোঝাই যাচ্ছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকরা এই সিরিয়ালটিকে কতখানি পছন্দ করেন।

তাই দর্শকরা যেমন দুহাত ভোরে অফুরন্ত ভালোবাসা দিয়ে চলেছেন,তেমনি এই সিরিয়ালের নির্মাতার দর্শকদের মনোরঞ্জন করতে খামতি রাখছেন কোথাও। প্রায় দিনই নিত্য নতুন চমক নিয়ে ঝড়ের বেগে এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়ার গল্প।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,দর্শক,Audience,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই ঘড়ির কাঁটায় প্রতিদিন রাত সাড়ে ন’টা বাজতেই হাতের সব কাজ সেরে সকলেই এই সিরিয়ালের হাইভোল্টেজ ড্রামা দেখার জন্য বসে যান টিভির সামনে। সেই কবে থেকে সবার একটাই ইচ্ছা। তা হল এই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল দেখা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,দর্শক,Audience,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু খলনায়িকা মিশকার বুদ্ধির জোরেই তা আর হয়ে উঠেছে না। এই সবেমাত্র  দীপা জেনেছে হাসপাতালে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু কে তার সেই আর এক যমজ মেয়ে এখন সেই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে দীপা।সেইসাথে  ধারাবাহিকের মহাপর্বে দেখা গিয়েছে দীপা জেনে গিয়েছে মিশকার (Mishka) সাথে সূর্যের বিয়েই হয়নি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,দর্শক,Audience,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media

এই পর্ব দেখার পর সবাই যখন সবেমাত্র সূর্য দীপার মিল দেখার আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন ঠিক তখনই এক নতুন চাল চেলে আবারও দীপাকে বিপদে ফেলেছে মিশকা। বস্তির মেয়েকে দীপার হারিয়ে যাওয়া মেয়ে বলে পরিচয় দেয় মিশকা।
যদিও মাতৃ স্নেহে দুর্বল হয়ে দীপা প্রথমে মিশকার কথা বিশ্বাস করলেও পরে সে বুঝে যায় মিশকা তাকে মিথ্যা বলেছে।অন্যদিকে  প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দর্শক আগেই দেখেছেন মিশকা তাঁকে স্বামী এবং সন্তানের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার শর্ত দেবে। যা শুনে কান্নায় ভেঙে পড়ে দীপা। এইভাবেই আরও একবার দীপাকে মিশকার সামনে ভেঙে পড়তে দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শক। ট্র্যাক পরিবর্তন করতে বলে প্রকাশ্যে সিরিয়াল বয়কটের ডাক দিয়েছেন সকলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥