• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যকেই বিয়ে করতে চাই, দর্শকদের উদ্দেশ্যে জানালেন ‘মিশকা’ অভিনেত্রী অহনা

Published on:

Anurager Chhowa Mishka Ahona Dutta

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের হাড় জ্বালানো অথচ দারুন সুন্দরী খলনায়িকা বলতে প্রথমেই আসে একজনেরই নাম। তিনি হলেন স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের খলনায়িকা (Villain) মিশকা (Mishka)। ধারাবাহিক এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।

দেখতে দেখতে এরই মধ্যে এক বছর অতিক্রান্ত করে ফেলেছে এই সিরিয়াল। এই ধারাবাহিকের খলনায়িকা  মিশকার গা জ্বালানো সংলাপ আর অভিনয় দেখে মাথা গরম হয়ে যায় দর্শকদের। সিরিয়ালের নায়ক সূর্যকে পাগলের মতো ভালোবাসে সে। তাই সিরিয়ালে তাঁর একটাই কাজ সারাক্ষণ সূর্যের থেকে দীপাকে দূরে রাখতে একটার পর একটা শয়তানি করে চলেছে সে।

বাংলা সিরিয়াল,Benglai Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta

এতকিছু করেও বারবার পার পেয়ে চলেছে মিশকা। তবে সিরিয়ালের বর্তমান ট্র্যাক বলছে খুব তাড়াতাড়ি ধরা পরবে মিশকা। তবে শোনা যাচ্ছে আগামী দিনে সিরিয়ালে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে মিশকা। যদিও একথা কতখানি সত্যি তার উত্তর একমাত্র সময়ই দেবে।

Anurager Chhowa Mishka Surjo Deepa

তবে একথাও কিন্তু ঠিক প্রতিদিন তাঁকে টিভির পর্দায় দেখলে যেমন দর্শকদের রাগে গা জ্বলতে থাকে তেমনি তাঁকে দেখতে না পেলেও কিন্তু বেশ মিস করেন অনুরাগীরা। আসলে সিরিয়ালে যতই নায়ক-নায়িকার রোম্যান্স থাকুক না কেন দর্শকদের কাছে কিন্তু এই ‘মিশকা বুড়ি’র শয়তানি ছাড়া সিরিয়ালটা যেন একপ্রকার অসম্পূর্ণ।

বাংলা সিরিয়াল,Benglai Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta

জানা যায় পর্দার মিশকা অভিনেত্রী অহনার নাচের পাশাপাশি ছোটবেলা থেকেই অভিনয় করার স্বপ্ন ছিল অহনার। অনুরাগের ছোঁয়ার আগেও নাকি তিনি একাধিক অডিশন দিয়েছিলেন। তবে পরবর্তীতে তাঁর কাছে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সুযোগটা নাকি আচমকাই এসেছিল। সম্প্রতি এই অভিনেত্রী একটি স্টেজ পোগ্রাম করতে হাজির হয়েছিলেন।

এদিন দর্শকদের কাছে মিশকা প্রশ্ন করেন ‘আমি কি কোনো ভুল কাজ করছি? আমি যদি সূর্যের কাছে যাই সেটা কি ভুল? আমি যদি সূর্যের সাথে বিয়ে করি তাহলে কি আপনারা সম্মতি দেবেন?’ তবে সেইসাথে এদিন দর্শকদের উদ্যেশ্যে অভিনেত্রী জানান তিনি অহনা তাঁর সাথে সবাই যেন পর্দার মিশকাকে না গুলিয়ে ফেলেন। তিনি কিন্তু মিশকার মতো একেবারেই নন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥