• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহিত পুরুষের প্রেমে মগ্ন হয়ে মাকেই ত্যাগ! বিস্ফোরক ‘মিশকা’ অভিনেত্রীর মা

Published on:

Anurager Chhowa Mishka actress Ahona Dutta relationship controversy

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। খলনায়িকা মিশকার (Mishka) চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘ডান্স বাংলা ডান্স’র হাত ধরে নৃত্যশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অহনা। ‘অনুরাগের ছোঁয়া’ই তাঁর প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়ালেই বাজিমাত করেছেন তিনি।

সম্প্রতি ছোটপর্দার এই সুন্দরী খলনায়িকার ব্যক্তিগত জীবন নিয়েই কাটাছেঁড়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত হয় অহনার মা চাঁদনি গাঙ্গুলীর (Chandni Ganguly) করা একটি পোস্ট থেকে। সম্প্রতি পর্দার মিশকার ২০তম জন্মদিন গিয়েছে। সেদিনই আক্ষেপে ভরা একটি পোস্ট করেন অভিনেত্রীর মা, আঙুল তোলেন তাঁর চর্চিত প্রেমিক দীপঙ্কর রায়ের (Dipankar Ray) বিরুদ্ধে।

Ahona Dutta Dipankar Ray Chandni Ganguly

অহনার মা সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘২০০৩ সালে এই দিনে বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছিলাম। সেটাও দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার থেকে খারাপ কেউ না। তবুও বলবো, বেঁচে থাকার অধিকারটাও যে কেড়ে নিল তাঁর ভালো হোক, শুভ হোক’।

শোনা যাচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’র খলনায়িকা মিশকা বাস্তব জীবনে দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেম করছেন। অভিনেত্রীর প্রেমিকের নাকি বাস্তব জীবনে একাধিক বিয়ে করেছেন। আর সেই জন্যই অহনা এবং দীপঙ্করের এই সম্পর্ক মেনে নিতে পারছেন না চাঁদনি। তিনি দাবি করেছেন, প্রেমিককে পেয়ে পরিবারকে ভুলে গিয়েছে অহনা।

Ahona Dutta boyfriend, Ahona Dutta Dipankar Ray, Ahona Dutta relationship controversy

ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হতেই মুখ খোলেন অহনা। অভিনেত্রী বলেন, ‘উনি আমার মা হন, আমি ওনাকে সম্মানি। এর থেকে বেশি আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি জানি অনেকের মনে অনেক রকম প্রশ্ন উঠছে। তবে আমি চাই না আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আলোচনা হোক, আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক। প্রথম ধারাবাহিকে আমি যে সাফল্য পেয়েছি তা নিয়ে আলোচনা করা হোক’।

Chandni Ganguly, Chandni Ganguly Facebook post, Ahona Dutta relationship controversy

অপরদিকে মুখ বন্ধ রাখেননি অহনার মাও। চাঁদনি ফেসবুকে লেখেন, ‘এ কেমন প্রেম? যে প্রেম নিজের মায়ের ভালোবাসা ভুলিয়ে দেয়, স্নেহ মায়া মমতা সব কিছু তুচ্ছ করে দেয়, ৭৪ বছরের বৃদ্ধ দাদু দিদাকে মিথ্যুক বানায়, সবাই কী করে ভুল হতে পারে? মা কোনোদিন ওঁর অমতে জীবন কাটিয়েছে? কিন্তু আজ বিরোধিতা না করলে আমার মেয়ে শেষ হয়ে যাবে। এটা কোনও ঝগড়া না। এই প্রতিবাদ হল একজন মায়ের তাঁর মেয়েকে বাঁচিয়ে ঘরে ফেরানোর অনুরোধ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥