• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জুন আন্টি হতে চাই! কলেজে থাকতেই অভিনয়ে, স্ট্রাগল নিয়ে অকপট ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’ অহনা

Published on:

Anurager Chhowa Mishka Actress Ahana Dutta wants to be like June Aunty says in interview

গত এক বছরেরও বেশী সময় ধরে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের খলনায়িকা (Villain) মিশকার (Mishka) গা জ্বালানো সংলাপ আর অভিনয় দেখে মাথা গরম হয়ে যায় দর্শকদের। ধারাবাহিক এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)।

জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চ থেকেই অভিনয় জগতে প্রবেশ করেন দমদমের মেয়ে অহনা। প্রথম সিরিয়ালেই খলনায়িকার চরিত্র করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাই অনুরাগীরা এখন তাকে মিশকা নামেই বেশি চেনেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,জুন আন্টি,June Auntyধারাবাহিকে একটার পর একটা শয়তানি করে বারবার পার পেয়ে চলেছে মিশকা। তবে একথাও কিন্তু ঠিক প্রতিদিন তাঁকে টিভির পর্দায় দেখলে যেমন দর্শকদের রাগে গা জ্বলতে থাকে তেমনি তাঁকে দেখতে না পেলেও কিন্তু বেশ মিস করেন অনুরাগীরা।  আসলে সিরিয়ালে যতই নায়ক-নায়িকার রোম্যান্স থাকুক না কেন দর্শকদের কাছে কিন্তু এই ‘মিশকা বুড়ি’র শয়তানি ছাড়া সিরিয়ালটা যেন একপ্রকার অসম্পূর্ণ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,জুন আন্টি,June Aunty

জানা যায় পর্দার মিশকা অভিনেত্রী অহনার নাচের পাশাপাশি ছোটবেলা থেকেই অভিনয় করার স্বপ্ন ছিল অহনার।অনুরাগের ছোঁয়ার আগেও নাকি তিনি একাধিক অডিশন দিয়েছিলেন। তবে পরবর্তীতে তাঁর কাছে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের সুযোগটা নাকি আচমকাই এসেছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,জুন আন্টি,June Aunty

অভিনয়ের পাশাপাশিই এখনও পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। পর্দায় মিশকার মাথা সারাক্ষণ দুষ্টু বুদ্ধির কারখানা। সূর্যকে পাওয়ার নেশায় একেবারে অন্ধ সে। যার জন্য ঠিক ভুল কোনো জ্ঞান নেই। তবে পর্দায় এত শয়তানি করলেও বাস্তবে মিশকা ওরফে অহন কেমন? অভিনয় জীবনে তাঁর সফরটাই বা কেমন ছিল?

সম্প্রতি এপ্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী সাফ জানিয়েছেন ‘আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। নিজে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছি। খলনায়িকা হিসাবে শুরুটা হবে ভাবিনি’। তবে অহনার কাছে কিন্তু নেগেটিভ রোল করার ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা হলেন ‘শ্রীময়ী’ সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা ‘জুন আন্টি’ অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,জুন আন্টি,June Aunty

অহনার কথায় ‘আমার প্রিয় হল জুন আন্টি। ঊষসীদির সঙ্গে দেখা হয়েছিল এক বার, তাঁকে বলেছিলাম। খলনায়িকা হিসাবে জুন আন্টিই আমার অনুপ্রেরণা। অনেক কিছু শিখেছি তাঁকে দেখে’। পর্দার মিশকার আশা তাঁর চরিত্রটাও আগামী দিনে জুন আন্টির মতোই জনপ্রিয়তা পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥