• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিংসেকুটিকে পেয়ে নিজের মেয়েকেই ভুলে গেল দীপা! অভিমানে চোখে জল ছোট্ট রুপা’র

Published on:

Anurager Chhowa Rupa upset seeing Deepa taking care for only Sona

বাংলার সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে রাজ করছে একটাই সিরিয়াল তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দর্শকদের ভালোবাসায় প্রতি সপ্তাহেই লাগাতার বেঙ্গল টপারের মুকুট জিতে চলেছে এই সিরিয়াল। শুরু থেকেই নায়ক নায়িকা সূর্য-দীপাকে (Surjo-Deepa) ঘিরে দর্শকদের পাগলামির শেষ নেই।

টিভির পর্দায় এই মিষ্টি জুটির চোখ জুড়ানো রোম্যান্স দেখেই মন ভরে যায় দর্শকদের। তবে এখন এই সিরিয়ালের দর্শকদের মনে একটাই প্রশ্ন ‘সূর্য-দীপার মিল হবে কবে’? সেই উত্তরের খোঁজ পেতেই এখন এই ধারাবাহিকের একটাও পর্ব মিস করেন না দর্শক। আর তাছাড়া ইদানিং ধারাবাহিকের প্রায় প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনা।

বাংলার সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন চমক,Upcoming Twist

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ফুলমার সাথে একেবারে জড়িয়ে পড়েছে সোনা। সদ্য দার্জিলিং থেকে ছুটি কাটিয়ে ফেরার পরেই মেয়ে সোনাকে নিয়ে আমেরিকা চলে যাচ্ছিল সূর্য। কিন্তু এখন সোনার যা মনের অবস্থা তাতে  ফুলমার থেকে দূরে গেলেই অসুস্থ পড়ছে সে। তাই মেয়ের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়েই সোনাকে দীপার কাছে রেখে এসেছে সূর্য।

বাংলার সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন চমক,Upcoming Twist

কিন্তু এসবের মধ্যে নিজের মায়ের স্নেহ-ভালোবাসা থেকে এক প্রকার বঞ্চিত হচ্ছে ছোট্ট রুপা। এতটুকু বয়সে বড়দের মিথ্যা কথা বলার লুকোচুরি খেলায় সে একেবারে ক্লান্ত। সত্যি লুকিয়ে রাখতে গিয়ে দিনের পর দিন  নিজের মাকেই ফুলমা বলতে বলতে কান্ত হয়ে পড়েছে রুপা।

বাংলার সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন চমক,Upcoming Twist

এইভাবে মায়ের কাছে থেকেও মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত এবার তারও মনের ওপর অসম্ভব চাপ পড়তে শুরু করেছে। আজকের পর্বেই দেখা যাবে সেকথা নিজের মুখেই দীপাকে জানিয়ে রুপা বলবে আগে শুধু ডাক্তারবাবুর বাড়ি গেলেই সে ফুলমা ডাকতো এখন তো বাড়িতেও ফুলমা বলতে হচ্ছে। তাই এসব আর ভালো লাগছে না রুপার, খুব কষ্ট হচ্ছে তার।

বাংলার সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন চমক,Upcoming Twist

এই পর্বের আগাম ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা শেয়ার করে দর্শকদের একাংশ বলছেন ‘বয়স অনুযায়ী রূপার উপর অনেক মানসিক চাপ পড়ছে..একটা বাচ্চামেয়ে বড়োদের সংঘাতের বলি হচ্ছে’।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥