• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চরম সত্যের মুখোমুখি দীপা, জেনে গেল যমজ সন্তানের কথা, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্ব

Updated on:

Anurager Chhowa Mahaparba Deepa Comes to know about her twin daughters Sona Rupa

ষ্টার জলসার (Star Jalsha) সর্বাধিক জনপ্রিয় সিরিয়াল বলতে গেলে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বিগত কয়েক মাস যাবৎ টিআরপি (TRP) তালিকায় বেঙ্গল টপারের খেতাব ধরে রেখেছে ধারাবাহিকটি। তবে মাঝে গল্পে একঘেয়েমি চলে আসতে দর্শকদের অনেকেই বিরক্তি প্রকাশ করেছিলেন কিছুটা। এবার সেই সব ক্ষোভ সুদে আসলে পুষিয়ে দিতে চলেছে অনুরাগের ছোঁয়া।

যারা নিয়মিত দর্শক তারা জানেন, রুপার জন্মপরিচয় অর্থাৎ মায়ের পরিচয় জানতে পেরেই রুপাকে নিজের কাছে রেখে দিয়েছিল সূর্য। আর মেয়েকে কাছে না পেয়ে কাতরাচ্ছিল দীপা। কিন্তু সহ্যের বাঁধ ভাঙতেই সূর্যকে দীপা স্পষ্ট জানিয়ে দেয় যে সেই রুপার মা। এরপর রুপাকে দীপার কাছে ফিরিয়ে দেয় সূর্য।

Anurager Chhowa, Surjya Sona and Deepa

তবে, দর্শকেরা এটাও ভালো করেই জানেন যে শুধু রুপা নয় সোনাও দীপারই মেয়ে। এবার সেই সত্যিইটাই দীপার সামনে ফাঁস হয়ে যেতে চলেছে। রুপাকে ফিরে পেয়ে নিজের শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ডাক্তার দেখতে যায় দীপা। সেখানে গিয়েই জানতে পারে যে এক নয় বরং দুই যমজ সন্তানের জন্ম দিয়েছিল দীপা।

Anurager Chhowa comes to know about twin baby

ডাক্তারের মুখে এই কথা শুনেই রীতিমত মাথায় আকাশ ভেঙে পরে দীপার। এতদিন এই চরম সত্যিটা লুকিয়ে রাখা হয়েছিল তার থেকে এটা কোনোমতে ভেবে উঠতে পারছিল না সে। এরপর সোজা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। গিয়ে দেখতে পায় যে সূর্যের কোলেই রয়েছে দুই মেয়ে সোনা-রুপা। যদিও এপর্যন্ত দীপা জানে না সোনা তাঁর দ্বিতীয় মেয়ে কি না। তবে এখানেই চমকের শেষ নয়!

Anurager Chhowa,Star Jalsha,TRP,Target Rating Point,অনুরাগের ছোঁয়া,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা

আজকের পর্বের শেষে দেখা যাচ্ছে, দীপা পৌঁছে গিয়েছে সোজা শ্বাশুড়ি লাবণ্য সেনগুপ্তের সামনে। সেখানে সোজা প্রশ্ন করেছে সোনাই কি তাঁর দ্বিতীয় যমজ মেয়ে? কারণ সোনার গায়ের রং আর দীপার গায়ের রং এক, এছাড়া দুজনের মধ্যে একটা অদ্ভুত টান রয়েছে। দীপার মুখে এমন কথা শুনেই চমকে উঠেছেন শ্বাশুড়ি লাবণ্য সেনগুপ্ত।

Anurager Chhowa deepa askes labanya sengupta about her other twin baby

এখানেই শেষ হয়েছে আজকের পর্ব। তবে আগামী সোমবার যে মহাপর্ব হতে চলেছে তার আভাস কিন্তু জানিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। অর্থাৎ এবার হয়তো সমস্ত সত্যিই জানতে পেরে একেঅপরকে কাছে টেনে নেবে সূর্য-দীপা। কিন্তু আদতে সেটা হবে নাকি আবারও মোড় ঘুরবে সিরিয়ালের? তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায় আর ফলো করতে হবে বংট্রেন্ডকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥