• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার জমবে মজা! লাবণ্যের ফাঁদে পা দিতেই চরম শাস্তির মুখে মিশকা, টিভির আগেই ফাঁস আগামী পর্ব

Published on:

Anurager Chhowa Mishka about to get punished by labanyo

এই মুহূর্তে বাংলার অন্যতম লোকপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দর্শকদের দাবি একটাই  খলনায়িকা মিশকার (Mishka) শয়তানি ধরা পড়ুক আর মিল হয়ে যাক নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa)। একে অপরকে অসম্ভব ভালোবেসেও আলাদা সূর্য দীপার এই বিরহ আর চোখে দেখতে পারছেন না দর্শক।

নিয়মিত দর্শকরা জানেন ইদানিং প্রায় প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় মেগা সিরিয়াল। যা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের  মনের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই এখনকার ট্র্যাক দেখে দর্শকরাও দুহাত ভরে ভালোবাসা দিচ্ছে এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের।

Anurager Chhowa surja confess love for deepa while drunk

সদ্য ধারাবাহিকে দেখা গিয়েছে নেশার ঘোরে হলেও সূর্য আবার আগের মতো কাছে টেনে নিয়েছে দীপাকে। এতো বছর আলাদা থাকলেই তাঁর মনে যে দীপা ছাড়া আর কেউ নেই সেকথা জানিয়েই মনের মধ্যে চেপে রাখা সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছে দীপাকে। অনেকদিন পর সূর্য দীপার এই চরম রোম্যান্সের মুহূর্ত দেখে প্রাণ জুড়িয়েছে দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশকা,Mishka,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবন্য,Labonyo,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode,Star Jalsha,ষ্টার জলসা

আর এই ভাবেই সূর্যকে নেশা করিয়ে নিজের অজান্তেই মিশকা কাছাকাছি এনেছে সূর্য দীপাকে। আর সেই সূত্র এবার মিশকার জারিজুরি ফাঁস হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। আসলে জানা আগামী পর্বে মিশকা সেনগুপ্ত বাড়িতে আসতেই তাকে চেপে ধরবে লাবন্য সেনগুপ্ত। তিনি জানতে চাইবেন অরেঞ্জ জুস্ খেয়ে কিভাবে কারও এতো নেশা হতে পারে?

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশকা,Mishka,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবন্য,Labonyo,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode,Star Jalsha,ষ্টার জলসা

প্রসঙ্গত লাবন্য নিজের ছেলে সূর্যকে খুব ভালো করেই চেনেন , তাই তিনি জানেন তাঁর ছেলে কখনই এভাবে নেশা করে না। তাই এদিন সত্যিটা জানতে মিশকাকে পুলিশের ঘানি টানানোর হুঁশিয়ারি পর্যন্ত দেন তিনি। যা শুনে ভয়ে কাঠ হয়ে যায় মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,মিশকা,Mishka,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবন্য,Labonyo,সোনা,Sona,রুপা,Rupa,আসন্ন পর্ব,Upcoming Episode,Star Jalsha,ষ্টার জলসা

ঠিক তখনই সোনাকে নিয়ে দীপা এসে পড়ায়  লাবন্যর হাত বেঁচে যায় মিশকা। কিন্তু তারপরেও শয়তানি মিশকা নতুন ফন্দি আঁটা শুরু করে দেয়। নতুন করে সূর্য দীপার ভুল বোঝাবুঝিটাকে বাড়িয়ে তুলতে রূপার কাছে গিয়ে বলে সে তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে। আর অন্যদিকে যায় একজনকে দিয়ে কবীরকে ফোন করিয়ে বলায় রূপা নাকি একাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর সূর্যকে ফোন করে বলে, রূপা চলে গেছে তার বাবা কবীরের সাথে দেখা করতে। এখন দেখার এইভাবে শয়তানি করে আর কতদিন পার পায় মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥