• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে ডিভোর্স পেপার ছিঁড়ে দীপাকে সব সত্যি জানাল লাবণ্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chhowa Labonno Told Deepa the truth tearing divorce paper

বাংলা সিরিয়ালের (Bengali Serial) টিআরপি তালিকায় সেরার সেরা হয়ে আজও তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। লাগাতার ১৪ সপ্তাহ ধরে ‘বেঙ্গল টপার’ হয়ে এককথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই সিরিয়াল।

কাজেই বাংলা সিরিয়ালের জগতে এখন রাজ করছে এই সিরিয়াল। প্রায় দিনই নিত্য নতুন চমকের সাথেই ঝড়ের বেগে এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়ার প্রতিটি পর্ব। তবে খলনায়িকা মিশকার বুদ্ধির জোরেই বারবার এক হতে গিয়েও দূরে চলে যাচ্ছে সূর্য দীপা।

Anurager Chhowa Deepa Surjo

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যেই মিশকার বিছিয়ে রাখা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিঁড়তে শুরু করেছে একটু একটু করে। এখন দীপা জানে রুপা ছাড়াও তার আর এক মেয়ে আছে। এই সুযোগটা কাজে লাগিয়ে চলেছে মিশকা। রুপাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দীপাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করার জন্য জোর করে চলেছে মিশকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,সোনার পরিচয়,Sonas Identity,ডিভোর্স পেপার,Divorce Paper,নতুন চমক,New Twist

অন্যদিকে বাড়িতে সূর্যের মুখে দীপার যমজ মেয়ের কথা শুনেই রাতে দীপার বাড়িতে চলে আসে লাবণ্য।আর আজকের আজকের পর্বেই দেখা যাবে লাবণ্য নিজে মুখে দীপাকে জানাবে সোনাই তাঁর হারিয়ে যাওয়া আর এক মেয়ে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,সোনার পরিচয়,Sonas Identity,ডিভোর্স পেপার,Divorce Paper,নতুন চমক,New Twist

এদিন দেখা যাবে দীপার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই মিশকা সূর্যের কান ভাঙাচ্ছিল। পিছনে দাঁড়িয়েই মিশকার সেই সব কথা শুনে নেয় লাবণ্য। আর এরপরেই দেখা যায় লাবণ্য মিশকাকে ঠাঁটিয়ে চোর মেরে সাবধান করে আর যেন সে এই কাজ না করে। কিন্তু তারপরেও মিশকা আবার দীপাকে ফোন করে ডিভোর্স পেপারে সই করার জন্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,লাবণ্য,Labonyo,সোনার পরিচয়,Sonas Identity,ডিভোর্স পেপার,Divorce Paper,নতুন চমক,New Twist

দীপা যখন সই করতে যায় তখনই এসে তাকে থামিয়ে দে লাবণ্য। আর ডিভোর্স পেপার দেখেই তা ছিঁড়ে দেয় লাবণ্য। এরপর বাধ্য হয়েই লাবণ্য দীপাকে সব সত্যি বলে দেয়। এতদিন পর লাবন্যর মুখে সব সত্যি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে লাবণ্য। জেক এতদিন বিশ্বাস করে সে নিজের মায়ের সিংহাসনে বসিয়েছিল সেই তার থেকে এতদিন এতবড় সত্যি লুকিয়ে রেখেছে জানতে পেরেই ক্ষোভে ফেটে পরে দীপা। সেইসাথে দীপা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোনো কথা শুনবে না সে শুধু তার মেয়েকে ফিরে পেতে চায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥