• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ে বৌমাকেও টেক্কা দিল শাশুড়ি মা! সেরা অভিনেত্রীর সন্মান পেলেন ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য

Updated on:

Anurager Chhowa Labanya wins Best Actress Award

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির জনপ্রিয়তা দেখার মতো। শুধুমাত্র নায়ক-নায়িকা সূর্য-দীপাই নয়, এই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীই দর্শকদের নয়নের মণি। বিশেষত, দীপার শাশুড়ি লাবণ্যর (Labanya) জনপ্রিয়তা দর্শকমহলে ব্যাপক। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। সম্প্রতি তিনিই বিরাট একটি সম্মানে ভূষিত হয়েছেন।

‘অনুরাগের ছোঁয়া’ যারা দেখেন তাঁরা জানেন, লাবণ্য তাঁর বৌমাকে ঠিক কতখানি স্নেহ করেন। ছেলের বৌ হলেও দীপাকে (Deepa) তিনি নিজের মেয়ের মতো ভালোবাসেন। অন্যান্য ধারাবাহিকের শাশুড়িদের মতো কূটকচালি করা নয়, বরং ছেলে এবং ছেলের বৌ যাতে সুখে সংসার করে সেই প্রার্থনাই করেন লাবণ্য। বাস্তবে এখনও শাশুড়ি না হলেও রূপাঞ্জনা যেভাবে এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন তা দেখে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা।

Rupanjana Mitra, Rupanjana Mitra best actress award, Anurager Chhowa, Anurager Chhowa Labanya

বাংলা সিরিয়ালে (Bengali serial) সাধারণত দেখানো হয়, লাবণ্যর মতো স্মার্ট, শিক্ষিত শাশুড়িরা দীপার মতো কম শিক্ষিত, আনস্মার্ট ছেলের বৌদের দু’চোখে দেখতে পারে না। ‘অনুরাগের ছোঁয়া’র শুরুর দিকে রূপাঞ্জনার চরিত্রটিও খানিকটা তেমনই ছিল। কিন্তু সময়ের সঙ্গে সে বদলেছে। আর এখন লাবণ্যর কাছে দীপা হয়ে উঠেছে তাঁর নিজের মেয়ে।

লাবণ্যর চরিত্রে রূপাঞ্জনার দুর্দান্ত অভিনয়ের প্রশংসা দর্শকরা আগেই করেছিল। এবার নিজের অভিনয়ের জন্য পুরস্কৃতও হলেন তিনি। সম্প্রতি ‘বেঙ্গল অ্যাচিভার্স ২০২৩’ অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রূপাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজে।

Rupanjana Mitra, Rupanjana Mitra best actress award, Anurager Chhowa, Anurager Chhowa Labanya and Deepa

দীপার প্রতি অনুরাগ, দুই নাতনির প্রতি লাবণ্যর ভালোবাসাই তাঁকে বাংলা সিরিয়ালের বাকি শাশুড়িদের থেকে আলাদা করে তুলেছে। পাশাপাশি রূপাঞ্জনার দুর্দান্ত অভিনয় তো রয়েছেই। তাঁর সাবলীল অভিনয়ের জন্যই লাবণ্য স্রেফ ধারাবাহিকের একটি চরিত্র থেকে কোথাও গিয়ে যেন হয়ে উঠেছেন রক্ত মাংসের একটি মানুষ। ‘অনুরাগের ছোঁয়া’য় অনবদ্য পারফর্ম করেই সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিলেন রূপাঞ্জনা।


পর্দার লাবণ্যের এই প্রাপ্তিতে খুশি তাঁর অনুরাগীরাও। রূপাঞ্জনার পোস্টে একের পর এক কমেন্ট করে নিজেদের খুশি জাহির করছেন তাঁরা। প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছেন রূপাঞ্জনার ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥