• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তান মানুষ করতে টাকা লাগে! কষ্ট করেই ছেলেকে বড় করছেন সিঙ্গেল মাদার ‘লাবণ্য’ রূপাঞ্জনা

Published on:

Rupanjana Mitra,son,Anurager Chhowa,Labanya,actress,Tollywood actress,motherhood,single mother,entertainment,রূপাঞ্জনা মিত্র,ছেলে,অনুরাগের ছোঁয়া,লাবণ্য,অভিনেত্রী,টলিউড,টলিউড অভিনেত্রী,মাতৃত্ব,সিঙ্গেল মাদার,বিনোদন,Rupanjana Mitra son,রূপাঞ্জনা মিত্রের ছেলে

বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত পরিচিত মুখ হলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। মূলত খলনায়িকার চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করছেন রূপাঞ্জনা। নায়ক সূর্যর মা লাবণ্য (Labanya) সেনগুপ্তর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।

দর্শকদের অনেকের মতেই, এই মুহূর্তে ছোটপর্দার সেরা মা এবং সেরা শাশুড়ি মায়ের খেতাব জেতা উচিত লাবণ্যর। ‘অনুরাগের ছোঁয়া’র রূপাঞ্জনার অসামান্য অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। তবে অনেকেই জানেন না, পর্দার মতোই বাস্তবেও খুব ভালো মা (Mother) রূপাঞ্জনা। সন্তানকে বড় করার জন্য প্রত্যেক মুহূর্তে লড়াই করে যাচ্ছেন তিনি।

Rupanjana Mitra, Rupanjana Mitra interview, Anurager Chhowa Labanya

অভিনেত্রী হিসেবে ব্যাপক সফল হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপ্টার সম্মুখীন হয়েছেন রূপাঞ্জনা। ২০১৭ সালের পর থেকে পুত্র রিয়ানকে নিয়ে আলাদা থাকেন তিনি। সিঙ্গেল মাদার (Single Mother) হিসেবেই সন্তানকে বড় করছেন অভিনেত্রী। তবে সিঙ্গেল মাদার হওয়ার লড়াই সহজ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলেকে বড় করা নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

সদ্য একটি নামী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পর্দার লাবণ্য। সেখানে অভিনেত্রী বলেন, সন্তানকে বড় করার জন্য, তাঁকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য টাকার প্রয়োজন। আর সেই জন্যই তাঁকে অভিনয় করতে হয়। অভিনেত্রী জানান, তিনি চান তাঁর ছেলে যেন একজন সৎ মনের মানুষ হয়। সেই জন্য এখন থেকেই রিয়ানকে ছোট ছোট নানান কাজের দায়িত্ব দেন তিনি। এভাবেই আস্তে আস্তে সন্তানকে একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে বড় করে তুলতে চান তিনি।

Rupanjana Mitra, Rupanjana Mitra son

কর্মজীবনের মতোই রূপাঞ্জনার ব্যক্তিগত জীবনও বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের কথা কারোর অজানা নয়। প্রেমিকের থেকে বয়সে ছোট হওয়ার জন্য বহুবার কটাক্ষও শুনতে হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীকে। তবে কখনও একে অপরের হাত ছাড়েননি তাঁরা।

কয়েক মাস আগেই শ্যুটিংয়ের জন্য পাহাড়ে গিয়েছিলেন রূপাঞ্জনা। সেখানে একটি চার্চের সামনে দাঁড়িয়ে প্রেমিক রাতুলের সঙ্গে আংটি বদল সেরেছিলেন তিনি। সেই সময় সেখানে উপস্থিত ছিল অভিনেত্রীর ছেলে রিয়ানও। সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন সেই সকল ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥