• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪০ পেরিয়ে দ্বিতীয় বিয়ে, আংটি বদলের পর শুভদিন নিয়ে বড় ঘোষণা করলেন ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রী

Published on:

Anurager Chhowa Labanya AKA Rupanjana Mitra getting married with Boyfriend Ratool Mukherjee

স্টার জলসার (Star Jalsha) টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) লাবণ্যর চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে তাঁর পরিচয় সূর্যর মা কিংবা দীপার শাশুড়ি হিসেবেই বেশি। এবার এই অভিনেত্রীই বাস্তব জীবনে সাত পাকে বাঁধা (Marriage) পড়তে চলেছেন। শীঘ্রই বাজতে চলেছে বিয়ের সানাই।

‘অনুরাগের ছোঁয়া’য় লাবণ্য চরিত্রে প্রথমে একটি নেতিবাচক শেডস ছিল। তবে এখন পুরোপুরি ইতিবাচক চরিত্র হয়ে উঠেছে লাবণ্য (Labanya)। প্রত্যেক পদে পদে সে যেভাবে ছেলের বৌ দীপার পাশে দাঁড়ায় তা মুগ্ধ করেছে দর্শকদের। ইতিমধ্যেই বাংলা টেলিভিশনের সেরা শাশুড়ির তকমাও আদায় করে নিয়েছে রূপাঞ্জনা অভিনীত এই চরিত্রটি।

Rupanjana Mitra, Rupanjana Mitra marriage, Rupanjana Mitra second marriage

পর্দায় ঠাকুমা হয়ে গেলেও, বাস্তব জীবনে রূপাঞ্জনার বয়স কিন্তু ৪০’র কোঠায়। এক পুত্র সন্তান রয়েছে অভিনেত্রীর। প্রথম বিয়ে ভাঙার পর শীঘ্রই প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের (Ratool Mukherjee) হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রূপাঞ্জনা।

বাংলা সিরিয়ালের পাশাপাশি সিনেমা এবং ওয়েব দুনিয়ারও অত্যন্ত পরিচিত মুখ রূপাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় ভালো রকমের ফ্যান বেস রয়েছে তাঁর। এবার নিজের সকল অনুরাগীদের সঙ্গে বিয়ের সুখবর দিলেন ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রী। জানালেন, চলতি বছরই ছাদনাতলায় যাচ্ছেন তিনি এবং রাতুল।

Rupanjana Mitra engagement, Rupanjana Mitra and Ratool Mukherjee, Rupanjana Mitra marriage, Rupanjana Mitra marriage second marriage

এই বছর ফেব্রুয়ারি মাসে পুত্র রিয়ানকে সাক্ষী রেখে প্রেমিকের সঙ্গে আংটি বদল সেরেছিলেন রূপাঞ্জনা। রাতুলের সঙ্গে অভিনেত্রীর প্রায় ৬ বছরের ফারাক রয়েছে। তবে ভালোবাসার মাঝে বয়স যে বাধা হতে পারে না তা প্রমাণ করেছেন দু’জনে। সেই জন্যই এবার আংটি বদলের পর সামাজিক বিয়েটাও করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাঁরা।

Rupanjana Mitra and Ratoo Mukherjee, Rupanjana Mitra marriage, Rupanjana Mitra second marriage

রূপাঞ্জনা জানান, খুব কম বয়সে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিলেন তিনি। সময়ের সঙ্গে নিজের ভুল বুঝতে পারেন অভিনেত্রী। প্রচুর সমালোচনাও শুনতে হয়েছেন তাঁকে। একটা সময় ভেবেছিলেন, আর কোনও সম্পর্কে জড়াবেন না। তবে রূপাঞ্জনা জীবনে ফের নতুন করে ভালোবাসার ছোঁয়া নিয়ে আসেন রাতুল। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। রূপাঞ্জনার ছেলে রিয়ানের সঙ্গেও তাঁর সম্পর্ক খুব ভালো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসেই প্রেমিকের সঙ্গে সাত পাক ঘুরবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥