• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে নিজের ভুল বুঝল সূর্য! মিশকার প্ল্যান ফেল হতেই উচ্ছসিত দর্শকেরা

Published on:

Anurager Chhowa,Star Jalsha,Surja Deepa,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,বাংলা সিরিয়াল,সূর্য দীপা,দার্জিলিংয়ে সূর্য দীপা,সোনা রুপা,Anurager Chhowa New Promo

দর্শকদের প্রিয় সিরিয়াল বলতে গেলে একটা নাম বর্তমানে সকলের মুখের আসবে সেটা হল ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। সূর্য-দীপা থেকে দুই মেয়ে সোনা-রুপার কাহিনী মাতিয়ে রেখেছে সকলকে। টিআরপি তালিকাতেও তাঁর প্রমাণ মিলছে প্রতিবারেই। বেঙ্গল টপারের জায়গা থেকে নড়ানোই যাচ্ছে না অনুরাগের ছোঁয়াকে।

মাঝে অবশ্য দর্শকদের মধ্যে কিছুটা ক্ষোভ তৈরী হয়েছিল। কারণ মিলন হবে হবে করে আজও অধরা রয়ে গিয়েছে। একঘেয়ে ট্র্যাক দেখে বিরক্ত হয়ে গিয়েছিল সকলে। তবে এখন সেসব অতীত, কারণ দার্জিলিংয়ে গিয়ে রীতিমত ধামাকা পর্ব চলছে কাহিনীতে। টানটান উত্তেজনার পর্ব হওয়ায় রীতিমত চোখ সরানো দায় হয়ে গিয়েছে।

Anurager Chhowa Surjo Deepa going to Darjeeling with Sona Rupa New Promo Viral

যারা নিয়মিত দৰ্শক তারা জানেন, দার্জিলিংয়ে দীপাকে চিরকালের মত সরানোর জন্য ফন্দি এঁটেছে মিশকা। এমনকি দুষ্কৃতী দিয়ে সোনাকে কিডন্যাপ পর্যন্ত করিয়ে দিয়েছে সে। স্বাভাবিকভাবেই দোষ গিয়ে পড়েছে দীপার ওপর। যেখানে দীপাও সমানভাবে সোনার জন্য চিন্তিত।

তবে সোনাকে কিডন্যাপ করাটা রুপা নিজের চোখেই দেখতে পেয়ে গিয়েছিল। তাই শেষ পর্যন্ত সোনাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল এবার কি নিজের ভুল বুঝবে সূর্য? নাকি এখনও দীপাকে ভুলই বুঝে যাবে? এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো ভিডিও।

Anurager Chhowa Surjo Deepa

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে মন্দিরে একসাথে খেলা করছে সোনা-রুপা দুজনে। সেখানে দুজনকে খুঁজতে খুঁজতে প্রথমে হাজির হয় দীপা। তারপরেই সেখানে আসে সূর্য আর মিশকা। সূর্যের মতে দীপাই তাঁর মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছে। এতদিন চুপ থাকলেও এবার মুখ খোলে দীপা।

সূর্যকে স্পষ্ট জানিয়ে দেয়, ‘বারবার ভুল করেও আপনার দেখছি কোনো শিক্ষাই হয় না’। দীপার মুখে এই প্রতিবাদ শুনে রীতিমত খুশি হয়েছেন দর্শকেরাও। নতুন এই প্রোমো ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। কারণ দর্শকেরাও বহুদিন ধরে অপেক্ষায় রয়েছে সুজনের এক হওয়ার জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥